পথ আটকে বিজেপিকে পথে বসাতে চায় কংগ্রেস

বুয়া-বাবুয়া জোটের কাছে উত্তরপ্রদেশে খড়কুটোর মতো উড়ে যাওয়ার আশঙ্কায় জাতপাতের পাল্টা অঙ্ক সাজাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কিন্তু সেই পথও আটকে দেশের বৃহত্তম রাজ্যে বিজেপিকে কার্যত ভাতে মারতে তৈরি রাহুল গাঁধীর দল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ০২:৪৮
Share:

বুয়া-বাবুয়া জোটের কাছে উত্তরপ্রদেশে খড়কুটোর মতো উড়ে যাওয়ার আশঙ্কায় জাতপাতের পাল্টা অঙ্ক সাজাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। কিন্তু সেই পথও আটকে দেশের বৃহত্তম রাজ্যে বিজেপিকে কার্যত ভাতে মারতে তৈরি রাহুল গাঁধীর দল।

Advertisement

মায়া-অখিলেশ জোট ঘোষণার পরে রাহুল গাঁধী বলেছিলেন, কংগ্রেস নিজের শক্তিতে লড়বে। তবে বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য। রাহুলের কথার সূত্র ধরে গুলাম নবি আজাদও জানিয়ে দেন, উত্তরপ্রদেশে সব আসনেই লড়বে কংগ্রেস। রাহুল নিজে রাজ্যকে ১৩টি ভাগে ভাগ করে ১৩টি জনসভা করবেন। এখানেই না থেমে উত্তরপ্রদেশের ছোট ছোট দলের সঙ্গেও সমঝোতা করছে কংগ্রেস। যাতে কোনও ভাবেই বিজেপি মাথা তুলে দাঁড়াতে না পারে। দলীয় সূত্রের মতে, অজিত সিংহের আরএলডি, সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে নতুন দল গড়া শিবপাল যাদব, আপনা দল (কৃষ্ণা পটেল গোষ্ঠী) এমনকি পিস পার্টির সঙ্গেও আলোচনা শুরু করেছেন কংগ্রেস নেতারা।

এ বারের ভোটে দলিত, আদিবাসী, ওবিসি, সংখ্যালঘু সমর্থনের একটি বড় অংশ মায়া-অখিলেশের জোটের ঘরে যাবে বলে আশঙ্কা বিজেপির। যে কারণে অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মধ্যে আরও সংরক্ষণ আনার পরিকল্পনা করছে যোগী সরকার। শিবপাকে কাজে লাগিয়ে সপায় চিড় ধরানোর কৌশলও নিচ্ছে বিজেপি।

Advertisement

বিজেপির সেই কৌশল ভেস্তে দিতে শিবপালের সঙ্গেই আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে কংগ্রেস। তবে শিবপাল ১৫টি আসন চাইছেন, যাতে এখনও রাজি নয় রাহুলের দল। প্রয়াত সোনেলাল পটেলের স্ত্রী কৃষ্ণা পটেলের সঙ্গে মেয়ে অনুপ্রিয়ার বনিবনা নেই। অরবিন্দ কেজরীবাল ইতিমধ্যেই কৃষ্ণা পটেলের সঙ্গে আসন রফা করেছেন। কিন্তু কংগ্রেসও তাঁর সঙ্গে কথা বলছে। অজিত সিংহের আরএলডি-কে এখনও দু’টি আসন ছেড়েছে জোট। অজিত-পুত্র জয়ন্ত চৌধরির বক্তব্য, জোটের থেকে আরও আসন না মিললে কংগ্রেসের সঙ্গে আলোচনা হতে পারে। আজ আহমেদ পটেল, গুলাম নবি সঙ্গে দিল্লিতে কথা হয় জয়ন্তের। তার মধ্যেই রাতে দিল্লি পৌঁছন মায়া। আসন রফা নিয়ে তাঁর সঙ্গে রাতেই কথা হয় অজিতের।

মায়াদের জোট কংগ্রেসকে দু’টি আসন ছেড়েছে। দলের এক নেতা বলেন, ‘‘আরও কয়েকটি আসন নিয়ে কথা চলছে। ওঁরা একেবারেই রাজি না হলে কংগ্রেস সেই সব আসনে জোর দেবে, যেখানে বিজেপির উচ্চবর্ণের ভোট কাটা যায়।’’ যে সব কেন্দ্রে কংগ্রেসের জেতার সম্ভাবনা, সেখানে জোট যাতে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী দেয়, তা নিয়ে কথা হচ্ছে। বিএসপি সূত্রে দাবি, কংগ্রেসকে আর আসন ছাড়া হবে না। আরএলডি-র বাড়তি আসন নিয়ে কথা হতে পারে। রাতে কংগ্রেস নেতা আর পি এন সিংহ বলেন, “কংগ্রেসকে বাদ দিয়ে সপা-বসপার জোট বিজেপিকে ফায়দা দেবে। বিজেপি এটাই চাইছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন