Religion

NCRB: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ায় ধৃতের সংখ্যা উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি: এনসিআরবি

এনসিআরবি জানিয়েছে, ২০১৮ থেকে ’২০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৬:৪১
Share:

প্রতীকী ছবি।

ধর্মীয়, জাতিগত বা জন্মস্থানের ভিত্তিতে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের নিরিখে দেশে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের বিজেপিশাসিত রাজ্যে এ ধরনের গ্রেফতারির সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি বলে জানাচ্ছেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)। মঙ্গলবার এই তথ্য সংসদে পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা বা জাতিগত হিংসায় প্ররোচনা দেওয়ায় মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এনসিআরবির তালিকায় উত্তরপ্রদেশের পরে রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে উল্লিখিত অপরাধে ১৭৬ জনকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। তবে ওড়িশা এবং মিজোরামে এ সংক্রান্ত অভিযোগে গ্রেফতারির সংখ্যা শূন্য।

এনসিআরবি জানিয়েছে, ২০১৮ থেকে ’২০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন