Uttar Pradesh

ধর্মান্তরণ বিরোধী অধ্যাদেশের ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম অভিযোগ উত্তরপ্রদেশে

রবিবার ওই আইনে প্রথম  অভিযোগ দায়ের হল উত্তরপ্রদেশের বরেলীর দেবার্নিয়া থানায়।

Advertisement

সংবাদ সংস্থা

বরেলী শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২১:১৯
Share:

প্রতীকী ছবি।

বিয়ের নামে ধর্মান্তরণ রুখতে যোগী আদিত্যনাথ সরকারের অধ্যাদেশে রাজ্যপাল ছাড়পত্র দিয়েছিলেন শনিবার। তার ২৪ ঘণ্টার মধ্যে রবিবার ওই আইনে প্রথম অভিযোগ দায়ের হল উত্তরপ্রদেশের বরেলীর দেবার্নিয়া থানায়।

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্থি বিবৃতি দিয়ে জানান, দেবার্নিয়া থানার শরিফনগরের বাসিন্দা টিকারাম ওই আইনে প্রথম অভিযোগ দায়ের করেছেন উভেস আহমেদ নামে ওই গ্রামেরই এক বাসিন্দার বিরুদ্ধে। টিকারামের দাবি, উভেস তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণের চেষ্টা করেছে।

গত মঙ্গলবার অদিত্যনাথের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ওই অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাদেশে বলা হয়েছে, ছল-চাতুরি করে ধর্মান্তরণের অভিযোগ প্রমাণ হলে শাস্তি হতে পারে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত। এ সব ক্ষেত্রে ওই আইনের বলে বাতিল হবে বিবাহ। কোনও মহিলা স্বেচ্ছায় ধর্ম বদলাতে চাইলে বিয়ের ২ মাস আগে আবেদন করতে হবে প্রশাসনের কাছে। গত কালই ওই অধ্যাদেশে সই করেন রাজ্যপাল আনন্দীবেন পটেল।

Advertisement

আরও পড়ুন:বুরারিতে যাব না, অবরুদ্ধ করে দেব দিল্লি, হুমকি দিলেন কৃষক নেতা

আরও পড়ুন: কংগ্রেস ছাড়ার পর এ বার শিবসেনায় যোগদান করবেন ঊর্মিলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন