Lottery

দুবাইয়ে কাজ করতে গিয়ে লটারিতে ৩৫ কোটি টাকা জিতলেন উত্তরপ্রদেশের যুবক!

দ্য খলিজ টাইমস-এর প্রতিবেদন বলছে, গত ১৯ অগস্ট ২০০৬৬৯ নম্বরের একটি টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই সন্দীপ ৩৫ কোটি টাকা জিতেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪
Share:

দুবাইয়ে লটারি জিতেছেন উত্তরপ্রদেশের যুবক সন্দীপকুমার প্রসাদ। ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরশাহিতে কাজ করতে গিয়ে ৩৫ কোটি টাকার লটারি জিতলেন উত্তরপ্রদেশের যুবক সন্দীপকুমার প্রসাদ। দুবাইয়ে একটি সংস্থায় কাজ করেন ওই যুবক। দ্য খলিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, তিন বছর ধরে দিবাইয়ে কাজ করছেন সন্দীপ। গত ৩ সেপ্টেম্বর লটারির ফল প্রকাশিত হয়। তখন সন্দীপ জানতে পারেন ৩৫ কোটি টাকার লটারি তিনি জিতেছেন (সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রায় ১ কোটি ৫০ লক্ষ ডিরহাম)।

Advertisement

দ্য খলিজ টাইমস-এর প্রতিবেদন বলছে, গত ১৯ অগস্ট ২০০৬৬৯ নম্বরের একটি টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই সন্দীপ ৩৫ কোটি টাকা জিতেছেন। ওই প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাস ধরে নিয়মিত লটারির টিকিট কাটতেন সন্দীপ। কিন্তু কোনও বারই পুরস্কার জেতেননি। ফলে ৩ সেপ্টেম্বর যখন লটারি সংস্থা থেকে ফোন পেয়েছিলেন, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি সন্দীপ।

তাঁর কথায়, ‘‘লটারি সংস্থার থেকে ফোন এসেছিল। টিকিটের সংখ্যা উল্লেখ করে বলা হয় পুরস্কার জিতেছি। প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু পরে টিকিটের সংখ্যাটি মিলিয়ে দেখার পর বিশ্বাস হয়েছে।’’ সন্দীপ জানিয়েছেন, যে টাকা তিনি জিতেছেন, তা দিয়ে ভাল ভাবে সংসার চালাতে পারবেন। আর বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকতে হবে না। তাই যত দ্রুত সম্ভব নিজের রাজ্য উত্তরপ্রদেশে ফিরে আসতে চাইছেন সন্দীপ। গাল‌্ফ নিউজ-কে সন্দীপ বলেন, ‘‘এই প্রথম জীবনে এত আনন্দ হল আমার।’’

Advertisement

গাল্‌ফ নিউজ-কে সন্দীপ জানিয়েছেন, তিনি বিবাহিত। স্ত্রী এবং সন্তান ছাড়াও বাবা, দুই ভাই এবং এক বোন রয়েছেন উত্তরপ্রদেশের বাড়িতে। বিদেশে থেকে কাজ করে সংসারের খরচ পাঠাতেন। তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়। চিকিৎসার অনেক খরচ। লটারির ৩৫ কোটি টাকা পেলে পরিবারের ভাল খেয়াল রাখতে পারবেন। শুধু তা-ই নয়, তাঁকে বিদেশেও তাঁকে কাজ করতে হবে না জানিয়েছেন সন্দীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement