খুনের হুমকি পেলেন মধ্যপ্রদেশের বিচারক মোহিনী ভদোরিয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
৫০০ কোটি টাকা না দিলে ভয়াবহ পরিণাম হবে। ডাকাতদলের কাছ থেকে এমনই হুমকি পেলেন মধ্যপ্রদেশের রীবার এক মহিলা বিচারক। একটি চিঠি আসে বিচারক মোহিনী ভদোরিয়ার বাড়ির ঠিকানায়। সেই চিঠি হাতে পেয়েই স্তম্ভিত হয়ে যান বিচারকের বাড়ির লোকেরা। বিচারক মোহিনীকে উদ্দেশ করে লেখা, ‘‘যদি বাঁচতে চান, তা হলে উত্তরপ্রদেশ বড়গঢ় জঙ্গলে এই টাকা সময়মতো পৌঁছে দেবেন।’’
এই চিঠি হাতে পাওয়ার পর হুলস্থুল পড়ে গিয়েছে। গোটা ঘটনাটি জানিয়ে পুলিশে একটি অভিযোগও দায়ের করেছেন বিচারক। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এসেছে চিঠিটি। চিঠিতে প্রয়াগরাজের একটি ডাকাতদলের নাম উল্লেখ করা রয়েছে। পুলিশ সূত্রে খবর, স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ৫০০ কোটি টাকা দাবি করে বিচারক এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। চিঠির লেখাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। রীবার পুলিশ সুপার বিবেক সিংহ জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য বিশেষ দল গঠন করে উত্তরপ্রদেশে পাঠানো হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রয়াগরাজ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজেই উত্তরপ্রদেশ রওনা দিয়েছে পুলিশের দলটি। তবে তিনি কোনও ডাকাতদলের সঙ্গে জড়িত কি না বা ডাকাত কি না, তল্লাশি শুরু হয়েছে।