Devprayag Landslide

উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ধস, হাইওয়ে ধরে যাওয়ার পথে হুড়মুড়িয়ে নামল পাথর, অল্পের জন্য রক্ষা বিজেপি সাংসদের

জানা গিয়েছে, বুধবার বিকেলে চামোলি এবং রুদ্রপ্রয়াগে ধসকবলিত এলাকা পরিদর্শনের পর তিনি হৃষীকেশে যাচ্ছিলেন। বদ্রিনাথ হাইওয়ে ধরে যাওয়ার সময় তাঁর গাড়ির কিছুটা দূরেই ধস নামে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১২
Share:

বদ্রিনাথ হাইওয়েতে বিজেপি সাংসদ অনিল বালুনি (সাদা পোশাক পরা)। ছবি: সংগৃহীত।

বদ্রিনাথ হাইওয়ে ধরে যাওয়ার পথে ধসের কবলে পড়লেন উত্তরাখণ্ডের গঢ়়ওয়ালের বিজেপি সাংসদ অলিন বালুনি। দুর্যোগ-বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছিলেন সাংসদ। বদ্রিনাথ হাইওয়ে ধরে বুধবার তাঁর গাড়ির কনভয় যাচ্ছিল। দেবপ্রয়াগের কাছে আচমকাই হাইওয়ের উপরে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসে পাথর, বোল্ডার। অল্পের জন্য রক্ষা পেলেন সাংসদ বালুনি।

Advertisement

জানা গিয়েছে, বুধবার বিকেলে চামোলি এবং রুদ্রপ্রয়াগে ধসকবলিত এলাকা পরিদর্শনের পর তিনি হৃষীকেশে যাচ্ছিলেন। বদ্রিনাথ হাইওয়ে ধরে যাওয়ার সময় তাঁর গাড়ির কিছুটা দূরেই ধস নামে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে বেরিয়ে আসেন সাংসদ। রাস্তার অন্য গাড়িচালকদের সতর্ক করতে থাকেন। ঠিক সেই সময় আবার ধস নামে। এ বার হুড়মুড়িয়ে নেমে নামে পাহাড়ের বিশাল অংশ। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়।

ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন সাংসদ। বালুনি লেখেন, ‘‘এ বছরে মেঘভাঙা বৃষ্টি এবং ধসে ক্ষতবিক্ষত রাজ্য। পরিস্থিতি ভয়াবহ। এই ক্ষত সারাতে অনেক সময় লেগে যাবে।’’ সাংসদ আরও লেখেন, ‘‘ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। এই দৃশ্যই বলে দিচ্ছে যে কী ভয়ানক পরিস্থিরি মধ্যে দিয়ে যাচ্ছে উত্তরাখণ্ড।’’

Advertisement

বৃহস্পতিবার চামোলিতে ভারী বৃষ্টি জেরে ভয়ানক ধস নামে। তার জেরে চারটি গ্রামে ৩০টি বাড়ি ভেঙে গিয়েছে। এই ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। নিখোঁজ ২০ জন। যে চারটি গ্রামে ধস এবং হড়পা বান নেমে এসেছে, সেগুলি নন্দনগর এলাকার মধ্যে পড়ে। ধসে ক্ষতিগ্রস্ত কুন্তারি লাগাফালি, কুন্তারি লাগাসারপানি, সেরা এবং ধুরমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement