দাবানলে দাউ দাউ জ্বলছে প্রায় গোটা উত্তর ভারত

আগুন লেগেছে হিমালয়ে। হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল। উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত। তা এতটাই ভয়াবহ, এতটাই ব্যাপক যে তাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ১৭:৪৬
Share:

আগুন লেগেছে হিমালয়ে।

Advertisement

হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল।

এ প্রান্ত থেকে ও প্রান্তে।

Advertisement

উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত।

তা এতটাই ভয়াবহ, এতটাই ব্যাপক যে তাকে দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। যেমন, মহাকাশ থেকে দেখা যায় আমাদের মাউন্ট এভারেস্ট বা ‘দ্য গ্রেট ওয়াল অফ চায়না’কে!

সেই দাবানলের শুরুটা হয়েছে কোথায়?

উত্তরাখণ্ডে। গত ২৪ ঘণ্টায় যা আরও চার গুণ উদ্দাম হয়ে উঠেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানাচ্ছে, দাবানলে দাউ দাউ করে জ্বলছে উত্তরাখণ্ডের সুবিশাল বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা। আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তরে হু হু করে ছড়িয়ে পড়ছে সেই দাবানল। মহাকাশ থেকে সেই ছবি ধরা পড়েছে ইসরোর পাঠানো উপগ্রহে।

আরও পড়ুন- পাঁচ বছরের শিশুর পেটে টুথ ব্রাশ এক বছর ধরে!

সরকারি সূত্র জানাচ্ছে, গত তিন মাসে ওই দাবানলে উত্তরাখণ্ডের তিন হাজার একরেরও বেশি বনাঞ্চল জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছে। সেই দাবানল থামাতে বিমানবাহিনীর ‘এমআই-১৭ চপার’ থেকে লাগাতার জল ঢালা হচ্ছে। তবু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি উত্তরাখণ্ডের পাউরি, রুদ্রপ্রয়াগ, তেহরি, উত্তর কাশী, আলমোড়া, পিথোরাগড়, নৈনিতাল ও চামোলি জেলার বিস্তীর্ণ বনাঞ্চলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement