Live-in Relationship

একত্রবাসের সরকারি নিয়মবিধি সংশোধন করা হবে উত্তরাখণ্ডে! হলফনামা জমা পড়ল আদালতে

অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে উত্তরাখণ্ড হাই কোর্টে একটি মামলা চলছে। সম্প্রতি হাই কোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র এবং বিচারপতি সুভাষ উপাধ্যায়ের বে়ঞ্চে ৭৮ পাতার একটি হলফনামা জমা দেয় ধামীর সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:৩০
Share:

একত্রবাস সংক্রান্ত নিয়মে সংশোধন করছে উত্তরাখণ্ড সরকার। —প্রতীকী চিত্র।

একত্রবাস সংক্রান্ত নিয়ম সংশোধন করার পথে এগোচ্ছে উত্তরাখণ্ড সরকার। সম্প্রতি হলফনামা দিয়ে আদালতে এমনটাই জানিয়েছে তারা। উত্তরাখণ্ডে চালু হওয়া অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড)-তে একত্রবাস সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে। ওই বিধি অনুসারে একত্রবাসে থাকা যুগলদের ‘রেজিস্ট্রেশন’ করানো বাধ্যতামূলক। কোন কোন ক্ষেত্রে তাঁরা ‘রেজিস্ট্রেশন’ পাবেন না, তা-ও উল্লেখ রয়েছে বিধিতে। ওই নিয়মেই সংশোধন আনছে উত্তরাখণ্ডের পুষ্কর সিংহ ধামীর সরকার।

Advertisement

অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে উত্তরাখণ্ড হাই কোর্টে একটি মামলা চলছে। সম্প্রতি হাই কোর্টের প্রধান বিচারপতি জি নরেন্দ্র এবং বিচারপতি সুভাষ উপাধ্যায়ের বে়ঞ্চে ৭৮ পাতার একটি হলফনামা জমা দেয় ধামীর সরকার। গত বুধবার জমা দেওয়া ওই হলফনামার বিষয়বস্তু শনিবার প্রকাশ্যে আসে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধির ৩৮০ নম্বর নিয়মে সংশোধন আনার কথা বলা হয়েছে হলফনামায়।

কোন কোন ক্ষেত্রে রেজিস্ট্রারের অফিসে একত্রবাসের রেজিস্ট্রেশন করানো যাবে, সেই সংক্রান্ত শর্তাবলির কথা উল্লেখ রয়েছে ওই ৩৮০ নম্বর বিধিতে। ওই শর্তাবলি সংশোধন করা হবে বলে হলফনামায় জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। এর মধ্যে রয়েছে, যুগলের মধ্যে কোনও এক জন বা উভয়েই যদি বিবাহিত হন, তবে একত্রবাসের রেজিস্ট্রেশন মিলবে না। যুগলের মধ্যে কেউ অন্য একটি একত্রবাসে থাকলে, সে ক্ষেত্রেও মিলবে না রেজিস্ট্রেশন। তা ছাড়া যুগলের মধ্যে কারও বয়স ১৮ বছরের কম হলে, তাদের একত্রবাস স্বীকৃতি পাবে না।

Advertisement

একত্রবাস সম্পর্কিত তথ্য এবং একত্রবাসের সম্পর্ক ছিন্ন করার তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও উন্নত করতেই এই সংশোধনগুলি করা হচ্ছে বলে দাবি উত্তরাখণ্ড সরকারের। হলফনামায় তাদের দাবি, রেজিস্ট্রারের অফিস থেকে পুলিশকে পাঠানো তথ্যের ক্ষেত্রে আরও স্পষ্টতা আনা হবে এই সংশোধিত বিধিগুলিতে। কোন কোন তথ্য পুলিশকে জানানো হবে, তা-ও সীমিত করে দেওয়া হবে। বিষয়টি যাতে শুধুমাত্র একত্রবাস সংক্রান্ত তথ্যের ‘রেকর্ড রাখার’ উদ্দেশে ব্যবহার করা যায়, সেই লক্ষ্যেই এই সংশোধন করা হচ্ছে বলে দাবি সরকারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement