উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট শেষ। সিল করা খামে সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে ফল। আগামী কাল ফল ঘোষণা হবে সুপ্রিম কোর্ট থেকেই।
• সিল করা খামে সুপ্রিম কোর্টে পাঠানো হচ্ছে আস্থা ভোটের ফল। আগামিকাল সুপ্রিম কোর্টে ফল জমা পড়বে। সেখান থেকেই ঘোষণা হবে, কে জয়ী হলেন আস্থা ভোটে।
• কংগ্রেস তথা হরীশ রাওয়াত সরকারের পক্ষে ৩৪-৩৫টি ভোট পড়ার খবর আসছে। সে ক্ষেত্রে আস্থা ভোটে হরীশ রাওয়াতের জয় নিশ্চিত।
• ৯ দলত্যাগী কংগ্রেস বিধায়ক আস্থা ভোটে ্অংশ নিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়। তাতে উত্তরাখণ্ড বিধানসভার সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ৬১-তে। অর্থাৎ ৩১ জন বিধায়কের ভোট যে পক্ষে পড়বে, সেই পক্ষই আস্থা ভোট জিতবে।
• ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় স্বাভাবিক পরিস্থিতিতে ম্যাজিক ফিগার ৩৬।
• কংগ্রেস, বিএসপি, পিডিএফ এবং বিজেপি-র বিদ্রোহী বিধায়কের ভোট মিলিয়ে হরীশ রাওয়াতের পক্ষে ৩৫ ভোট পড়েছে বলে খবর। কংগ্রেসের অবশ্য দাবি, সরকারের পক্ষে ৩৪টি ভোট পড়েছে।
• পিডিএফ-এর ৬ বিধায়কও কংগ্রেসকে ভোট দিয়েছেন। আস্থা ভোট শেষে বিধানসভা থেকে বেরিয়ে সে কথা জানিয়েছেন পিডিএফ বিধায়করাই।
• বিএসপি-র ২ বিধায়ক কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে বিএসপি-র তরফে জানানো হয়েছে।
• বিজেপি বিধায়ক ভীমলাল আর্য দল বদলে কংগ্রেসে যোগ দেওয়ায় বিধায়ক সংখ্যা বেড়ে আবার ২৭ হয়।
• ৯ বিধায়কের বিদ্রোহের পর কংগ্রেসের পক্ষে ছিল ২৭ জন বিধায়কের সমর্থন। আস্থা ভোটের সময় দল বদলে এক কংগ্রেস বিধায়ক বিজেপিতে। ফলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ২৭-এ।
• উত্তরাখণ্ডে আস্থা ভোট জয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস। ৩৪ জন বিধায়ক হরীশ রাওয়াত সরকারের পক্ষে ভোট দিয়েছেন বলে কংগ্রেস নেতাদের দাবি।
• আস্থা ভোট শুরু হওয়ার পর দলবদল বিজেপি বিধায়ক ভীমলাল আর্যের। তিনি ভোট দিলেন হরীশ রাওয়াত সরকারের পক্ষে।
• উত্তরাখণ্ডে বিজেপি-কে পাল্টা ধাক্কা কংগ্রেসের। বিজেপি-র এক বিধায়ককেও ভাঙিয়ে নিল কংগ্রেস।
• কংগ্রেসের বিধায়ক রেখা আর্য বিধানসভার ফ্লোরে দলবদল করলেন। রেখা ভোট দিলেন হরিশ রাওয়ার সরকারের বিপক্ষে।
• ভোটাভুটি হয়ে গেল উত্তরাখণ্ড বিধানসভায়।
• আস্থা ভোটের প্রক্রিয়া শুরু হতেই কংগ্রেস বিধায়ক রেখা আর্য বিজেপি শিবিরে যোগ দিলেন।
• দল ভাঙার খেলা অব্যহত উত্তরাখণ্ডে। কংগ্রেসের এক বিধায়ককে ভাঙিয়ে নিল বিজেপি।
• আস্থা ভোটের কারণে দু’ঘণ্টার জন্য রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার উত্তরাখণ্ডে
• কংগ্রেসকেই ভোট দেবেন বিএসপির দুই বিধায়ক, ঘোষণা মায়াবতীর
• আস্থা ভোটের আগে বৈঠকে বসলেন বিজেপি বিধায়করা
• আস্থা ভোটের জন্য ব্যাপক নিরাপত্তা উত্তরাখণ্ড বিধানসভার বাইরে