বরাক বিচিত্রা

কাছাড় ২৬ এপ্রিল নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে এনআরসি নিয়ে সাধারণ সভা, শিলচর পেনশনার্স ভবন, বেলা ১২টা।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০৩:১২
Share:

কাছাড়

Advertisement

২৬ এপ্রিল

Advertisement

নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে এনআরসি নিয়ে সাধারণ সভা, শিলচর পেনশনার্স ভবন, বেলা ১২টা।

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত নাট্যোত্সব, শিলচর জেলা গ্রন্থাগার মঞ্চ, সন্ধ্যা ৬টা।

মেহেরপুর, ঘুংঘুর ও উত্তর কৃষ্ণপুর ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটির সাধারণ সভা, বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যাভবন, সকাল ১১টা।

স্ত্রী রোগ পরীক্ষা শিবির, লায়ন্স ক্লাব, সকাল ১০টা।

রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির বার্ষিক সাধারণ সভা, শিলচর হাসপাতাল রোড, সকাল ১১টা।

২৭ এপ্রিল

বাংলা ভিডিও অ্যালবামের শুভমুক্তি অনুষ্ঠান, গাঁধী ভবন, সন্ধ্যা ৬টা।

ভেঞ্চার এলপি, এমই ও প্রি-সিনিয়র মাদ্রাসা শিক্ষক সংস্থার জরুরি সভা, শিলচর সরকারি বালিকা বিদ্যালয়, বিকেল ৩টা।

২৮ এপ্রিল

টি আও ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল, এস এম দেব স্টেডিয়াম, বিকেল ৫টা।

সরকার মনোনীত স্বল্প সঞ্চয় এজেন্টদের সভা, শিলচর পোস্টাল রিক্রিয়েশন ক্লাব, বেলা ১টা।

২৯ এপ্রিল

আধুনিক হাইজেনিক ফিশ মার্কেটের উদ্বোধন, শিলচর ফাটক বাজার।

হাইলাকান্দি

২৬ এপ্রিল

অসম মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা, লালা।

হাজি নিজামউদ্দিন চৌধুরী স্মৃতি নকআউট ফুটবলের উদ্বোধন, জানকী বাজার ইটখোলা মাঠ।

আধুনিক মাছ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন, হার্বার্ট গঞ্জ বাজার।

২৯ এপ্রিল

ডঃ শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনের পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন, বেলা ২টা।

করিমগঞ্জ

২৬ এপ্রিল

রোটারি ক্লাবের হৃদরোগ পরীক্ষা শিবির, করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।

২৮ এপ্রিল

মাছ বাজারের উদ্বোধন, করিমগঞ্জ টিলাবাজার।

ডিমা হাসাও

২৮ এপ্রিল

ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রথম দশে থাকা রেবতী ছেত্রিকে সংবর্ধনা, হাফলঙ, সকাল ১১টা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন