Vehicles Piled Up

ঘন কুয়াশার দাপট, দৃশ্যমানতা নেমে যাওয়ায় উত্তরপ্রদেশে লখনউ-দিল্লি জাতীয় সড়কে পর পর গাড়ির ধাক্কা, আহত অনেকে

উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। তার দোসর হয়েছে কুয়াশার দাপটও। মৌসম ভবন আগেই সতর্ক করেছিল, আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:১৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘন কুয়াশার দাপটের জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ায় একের পর এক গাড়িতে সংঘর্ষ হল। আর তার জেরে অনেকেই আহত হয়েছেন। রবিবার ভোরে দৃশ্যমানতা এতটাই নেমে গিয়েছিল যে, এই দুর্ঘটনা এড়ানো যায়নি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে ১২ জন আহত হয়েছেন। অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনা ঘটে উত্তরপ্রদেশের লখনউ-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, গজরৌলা কোতওয়ালি থানা এলাকার শাহওয়াজপুর দোর গ্রামের কাছে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এবং উদ্ধারকারী দল পৌঁছোয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে বিপুল যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়েরা জানাচ্ছেন, হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান তাঁরা। তার পর চিৎকার আর কান্নার আওয়াজ। কুয়াশা এতটাই ঘন ছিল যে, কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। জাতীয় সড়কে উঠতেই দেখা গেল, একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। আহতদের প্রথমে স্থানীয়েরাই উদ্ধার করেন। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল আসে।

Advertisement

প্রসঙ্গত, উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। তার দোসর হয়েছে কুয়াশার দাপটও। মৌসম ভবন আগেই সতর্ক করেছিল, আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement