National News

প্রথম উপরাষ্ট্রপতির শপথ, যিনি স্বাধীন ভারতে জন্মেছেন

এ দিন নায়ডুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ১১:৩৮
Share:

উপরাষ্ট্রপতি পদে শপথ বেঙ্কাইয়া নায়ডুর। ছবি: পিটিআই।

উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা এম বেঙ্কাইয়া নায়ডু। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন তিনি। বেঙ্কাইয়া প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মেছেন।

Advertisement

আরও পড়ুন: বেঙ্কাইয়া প্রসঙ্গে মোদীকে খোঁচা কংগ্রেসের

এ দিন নায়ডুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। শপথ নেওয়ার আগে সদ্যপ্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বেঙ্কাইয়া। নতুন উপরাষ্ট্রপতিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গত ৫ অগস্ট দেশের ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন বেঙ্কাইয়া। এই পদের জন্য তাঁর বিরোধী প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধীকে পরাস্ত করেন। এ দিন নরেন্দ্র মোদী রাজ্যসভায় বলেন, “কৃষক পরিবারের সন্তান বেঙ্কাইয়া নায়ডু। রাজ্য এবং কেন্দ্রের হয়ে কাজ করেছেন। ফলে গ্রামীণ ও মফফসল এলাকা নিয়ে তাঁর যথেষ্ট ধারণা আছে। নায়ডুর প্রশংসা করে মোদী আরও জানান, দীর্ঘ দিন ধরে রাজ্যসভায় আছেন বেঙ্কাইয়া। সুতরাং উচ্চকক্ষের কাজকর্ম সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। এ দিন নতুন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেসও।

আরও পড়ুন: সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আনসারির খোঁচা, পাল্টা বেঙ্কাইয়ারও

দক্ষিণের মাটিতে নিজেদের ভিত শক্ত করতেই উপরাষ্ট্রপতি পদের জন্য বেঙ্কাইয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী তাঁকে গোপালকৃষ্ণ গাঁধীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়। রাজ্যসভা সুষ্ঠু ভাবে চালাতে পারবেন, আর সব দলে গ্রহণযোগ্যতা রয়েছে— এই শর্তেই উঠে আসে তাঁর নাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন