Bihar Assembly Election 2025

লালুকে ‘রাবণ’ সাজিয়ে দশেরায় এআই ভিডিয়ো নীতীশের দলের! ভোটের বিহারে রাজনীতির তরজা

ওই এআই ভিডিয়োতে তির-ধনুক হাতে রামের ভূমিকায় দেখা গিয়েছে ‘বিহারবাসী’কে। জেডিইউ জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে বিহারের মানুষ লালুর দলকে রাজনৈতিক ভাবে বধ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১০:৩৩
Share:

লালুকে ‘রাবণ’ সাজিয়ে জেডিইউ-র প্রচার। ছবি: সংগৃহীত।

বিহারবাসীকে দশেরা উৎসবের (বিজয়া দশমী) শুভেচ্ছাবার্তা দিতে অভিনব এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন) ভিডিয়ো প্রকাশ করল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। আর বৃহস্পতিবারের ওই ঘটনার জেরে ভোটমুখী বিহারে দানা বাঁধল রাজনৈতিক বিতর্ক।

Advertisement

জেডিইউ-র ওই এআই ভিডিয়োয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি-র প্রতিষ্ঠাতা লালুপ্রসাদকে ‘রাবণ’ সাজানো হয়েছে! ছবিতে রাবণের মতোই লালুর দশটি মাথা! সেগুলির উপরে লেখা ‘অপরাধ, লুট, ভ্রষ্টাচার (দুর্নীতি), ছিনতাই, রংদারী (তোলাবাজি), জাতি হিংসা, হত্যা, অপহরণ, বলাৎকার’। জেডিইউর ভিডিয়োতে দাবি, আরজেডির শাসনে এগুলিই বিহারের পরিচয় হয়ে উঠেছিল। লালুর দল ‘জঙ্গলরাজ’ কায়েম করেছিল মগধভূমিতে।

ওই এআই ভিডিয়োতে তির-ধনুক হাতে রামের ভূমিকায় দেখা গিয়েছে ‘বিহারবাসী’কে। নীতীশের দল জানিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে বিহারের মানুষ লালুর দলকে রাজনৈতিক ভাবে বধ করবে। আগামী সপ্তাহেই বিহারের বিধানসভা ভোট ঘোষণা হতে পারে। তার আগে জেডিইউ বিহারে পরিকল্পিত ভাবে অবমাননাকর প্রচার শুরু করেছে বলে আরজেডির দাবি। প্রসঙ্গত, ২০২৩ সালে দশেরা উৎসবের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘রাবণ’ সাজিয়ে পোস্টার তৈরি করে, তাঁকে ‘ধর্ম বিরোধী’ ও ‘রাম বিরোধী’ বলে তকমা দিয়েছিল বিজেপি। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement