Jagdeep Dhankhar at Kumbh

‘দুর্ঘটনা ঘটে যায়... ভাবুন তো, কত জলদি সব স্বাভাবিক হয়েছে’! কুম্ভস্নান সেরে ধনখড়ের যোগী-স্তুতি

শনিবার সঙ্গমে স্নানের পরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় জানান, এত মানুষের সমাগম দেখে তিনি বিস্মিত। তিনি এ-ও জানান, কুম্ভে যত ভক্ত এসেছেন, তা আমেরিকার মোট জনসংখ্যার সমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১
Share:

কুম্ভস্নানে সস্ত্রীক জগদীপ ধনখড়। ছবি: পিটিআই।

কুম্ভস্নান সারলেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সঙ্গমে পুণ্যস্নান সেরে এমন বিশাল আয়োজনের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। কুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে ধনখড়ের মত, দুর্ঘটনা কারও হাতে থাকে না, ঘটে যায়। কিন্তু কত তাড়াতাড়ি সেই পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেটাই বড় কথা। আর কুম্ভে পদপিষ্টের ঘটনার পর যে ভাবে উত্তরপ্রদেশ প্রশাসন পরিস্থিতি সামলেছে, সে জন্য মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ধন্যবাদ জানালেন তিনি।

Advertisement

শনিবার সঙ্গমে স্নানের পরে উপরাষ্ট্রপতি ধনখড় জানান, এত মানুষের সমাগম দেখে তিনি বিস্মিত। তিনি জানান, কুম্ভে যত ভক্ত এসেছেন, তা আমেরিকার মোট জনসংখ্যার সমান। আর এক জায়গায় এই বিপুল জনসমাগম সামলাতে ভীষণ দক্ষ হতে হয় প্রশাসনকে। সেটা দেখিয়ে দিয়েছে আদিত্যনাথের নেতৃত্বাধীন প্রশাসন। ধনখড় বলেন, ‘‘এক কথায় ঐতিহাসিক...। এ পর্যন্ত একটি জায়গায় যত মানুষ জড়ো হয়েছেন, তা পৃথিবীর অন্য কোথাও হয় না। প্রশাসন যে ব্যবস্থাপনা এবং কাজ করেছে, তা এককথায় অসাধারণ। আমি তো মুগ্ধ। কখনও ভাবতে পারিনি যে, এমন একটি অনুষ্ঠানের আয়োজন ভারতে করা সম্ভব।”

এর পর গত ২৯ জানুয়ারি কুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে বলতে শুরু করেন ধনখড়। বস্তুত, সরকারি তথ্য বলছে, এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। আহত ১০০-র বেশি। ধনখড়ের মতে, ‘‘দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভাবুন, কত তাড়াতাড়ি, কী গতিতে পরিস্থিতি সামলে নিয়েছে প্রশাসন!’’ কুম্ভে খাবারদাবারের আয়োজন থেকে লক্ষাধিক শৌচাগারের আয়োজন, সমস্ত কিছুর জন্য আদিত্যনাথকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি। ধনখড় বলেন, ‘‘আমার জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত হল সঙ্গমে ডুব দেওয়া। আমি বুঝেছি, বিশ্বে ভারতের মতো আর কোনও দেশ নেই। যোগীজি দেখালেন, যদি আপনার মধ্যে সংকল্প, সংস্কার থাকে, দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তা হলে যে কোনও অসাধ্যসাধন করতে পারেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement