করিমগঞ্জে বিজয় মিছিল

সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার শপথগ্রহণের দিন বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস ছড়াল করিমগঞ্জে। পুড়ল আতসবাজি। আবির খেলায় মাতলেন গেরুয়া দলের নেতা-সদস্য- সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ০২:৩৩
Share:

সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার শপথগ্রহণের দিন বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বাস ছড়াল করিমগঞ্জে। পুড়ল আতসবাজি। আবির খেলায় মাতলেন গেরুয়া দলের নেতা-সদস্য- সমর্থকরা। অসমে প্রথম বার ক্ষমতায় আসল বিজেপি। তাতেই খুশির মেজাজ জেলা বিজেপিতেও। ‘অসমের আনন্দ সর্বানন্দ’ স্লোগান ওঠে মিছিলে। দলীয় কার্যালয়ের সামনে আতসবাজি পোড়ান হয়। জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের সামনে পৌঁছনোর পরও পোড়া আতসবাজি, পটকা।

Advertisement

জেলা বিজেপির মুখপাত্র নিশিকান্ত ভট্টাচার্য জানান, নব্বইয়ের দশক থেকেই অসম বিধানসভায় বিজেপির প্রতিনিধিত্ব ছিল। কিন্তু শাসন ক্ষমতায় বসার মতো সংখ্যাগরিষ্ঠতা ছিল না। জনতার সমর্থনে বিজেপি এ বার শাসন ক্ষমতা লাভ করেছে। তবে উত্তর করিমগঞ্জ আসনে প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাসের পরাজয়ে তিনি দুঃখপ্রকাশ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement