National News

অরুণাচলের সেই বায়ুসেনা কপ্টার ভেঙে পড়ার ভিডিও মিলল

গত ৬ অক্টোবর ইয়াংসির সেনা ক্যাম্পে যাওয়ার সময় ১৭ হাজার ফুট উপর থেকে পাহাড়ের উপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ১৮:১২
Share:

ভেঙে পড়ার আগের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

অরুণাচলের তাওয়াঙে কী ভাবে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি ৫ হেলিকপ্টারের ভেঙে পড়েছিল সম্প্রতি তার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ঘটনায় সাত জন সেনা মারা গিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত্যু শিশুর, তদন্তের নির্দেশ যোগীর

ফের আক্রান্ত নাইজিরীয়, বেঁধে বেধড়ক মার জনতার

Advertisement

গত ৬ অক্টোবর ইয়াংসির সেনা ক্যাম্পে যাওয়ার সময় ১৭ হাজার ফুট উপর থেকে পাহাড়ের উপর আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ওই সেনা ক্যাম্পে কেরোসিনের জেরিক্যান ফেলার জন্য রওনা দিয়েছিল সেনারা। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্যারাশ্যুটে করে কেরোসিনের জেরিক্যান ফেলা হচ্ছিল। একটা প্যারাশ্যুট হেলিকপ্টারের টেল রোটরে লাগামাত্রই টেল রোটর হেলিকপ্টার থেকে আলাদা হয় যায়। ফলে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হেলিকপ্টারটি। চিন সীমান্তের কাছে পাহাড়ের উপর ভেঙে পড়ে সেটি।

বিশেষজ্ঞরা বলছেন, হেলিকপ্টারের টেল রোটর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ওড়ার সময় সেটি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement