গুঁড়িয়ে দেওয়া পাক সেনা বাঙ্কারের ভিডিও প্রকাশ করল বিএসএফ

টুইটারে নতুন এক ভিডিও প্রকাশ করল সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। সেই ভিডিও ফুটেজ দেখিয়ে বিএসএফ-এর তরফে দাবি করা হয়েছে, তাদের আক্রমণে পাকিস্তানে বেশ কিছু সেনা-বাঙ্কার ধ্বংস হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১৪:৫৪
Share:

ছবি ও ভিডিও বিএসএফ-এর টুইটার হ্যান্ডল থেকে নেওয়া।

টুইটারে নতুন এক ভিডিও প্রকাশ করল সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। সেই ভিডিও ফুটেজ দেখিয়ে বিএসএফ-এর তরফে দাবি করা হয়েছে, তাদের আক্রমণে পাকিস্তানে বেশ কিছু সেনা-বাঙ্কার ধ্বংস হয়েছে। ওই ভিডিওটি কেবল একটি উদাহরণ মাত্র। এ রকম বহু বাঙ্কারই বিএসএফ ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে। এর ফলে সীমান্তের ওপারে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে বলেও দাবি। বিএসএফ-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পাক সেনা একটানা সীমান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হয়ে উঠছেন ভারতের সাধারণ নাগরিকেরা। পাক হানায় মঙ্গলবার পর্যন্ত বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই কর্তার দাবি, ভারতীয় বাহিনী কেবলমাত্র পাক সেনা ঘাঁটিকেই লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এ পার থেকে আন্দাজ করা কঠিন। তবে, সেই পরিমাণ যে ব্যাপক তা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমরা কখনওই পাক সাধারণ নাগরিকদের লক্ষ্য করি না।’’

Advertisement

দেখুন সেই ভিডিও (_)

দেখুন সেই ভিডিও (_)

Advertisement

আরও খবর পড়ুন
কুণাল ঘোষের জামিনের মেয়াদ বাড়ল, আপত্তি করল না সিবিআই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement