Madhya Pradesh Kidnap

মধ্যপ্রদেশে এটিএমের সামনে থেকে অপহরণ, দুষ্কৃতীদের ২০ কিমি ধাওয়া করে কিশোরীকে উদ্ধার করলেন গ্রামবাসীরা

কিশোরীকে অপহরণের ঘটনাটি গ্রামবাসীদের নজরে পড়তেই তাঁদের কয়েক জন গাড়ি এবং বাইক নিয়ে দুষ্কৃতীদের গাড়িটিকে ধাওয়া করতে থাকেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮
Share:

এটিএমের সামনে থেকে কিশোরীকে অপহরণের চেষ্টা। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশে এক কিশোরীকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিলেন গ্রামবাসীরা। ধার এলাকার একটি এটিএমে গিয়েছিল কিশোরী। সেই সময় একটি এসইউভি ঝড়ের গতিতে এসে এটিএমের সামনে দাঁড়ায়। তার পর গাড়ি থেকে তিন দুষ্কৃতী নেমে আসে। কিশোরীকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে আবার ঝড়ের গিতে বেরিয়ে যায়।

Advertisement

কিশোরীকে অপহরণের ঘটনাটি গ্রামবাসীদের নজরে পড়তেই তাঁদের কয়েক জন গাড়ি এবং বাইক নিয়ে দুষ্কৃতীদের গাড়িটিকে ধাওয়া করতে থাকেন। গ্রামবাসীদের তাড়া খেয়ে দুষ্কৃতীরা আরও জোরে গাড়ি ছোটাতে থাকে। গ্রামবাসীরা বেশ কয়েক বার তাদের গাড়ি আটকানোর চেষ্টা করেন। তাঁদের হাত থেকে বাঁচতে দুষ্কৃতীদের গাড়ি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এ ভাবে ২০ কিলোমিটার ধাওয়া করেন গ্রামবাসীরা। শেষে অন্য একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের গাড়িটি পাল্টি খায়। কোনওরকমে গাড়ি থেকে বেরিয়ে পালায় দুষ্কৃতীরা। তাদের ধরতে না পারলেও কিশোরীকে উদ্ধার করেন গ্রামবাসীরা।

ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ধারের পুলিশসুপার ময়ঙ্ক অবস্থি জানিয়েছেন, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। কিশোরীর বয়ান নেওয়া হয়েছে। বেশ কয়েকটি দল গঠন করে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। গত শনিবারেই মধ্যপ্রদেশের মন্দসৌরে এক তরুণীকে অপহরণের ঘটনা ঘটে। রাজস্থান থেকে ওই তরুণী মাস কয়েক আগে মন্দসৌরে এসেছিলেন। একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে অপহরণ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement