গির্জা নির্মাণ ঘিরে উত্তেজনা

সরকারি জমিতে গির্জা নির্মাণ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল করিমগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী-সহ সেখানে পৌঁছন ম্যাজিস্ট্রেট। অভিযোগ, করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডে পুরসভার জমিতে গির্জা তৈরির কাজ শুরু হয়েছিল গত মার্চ মাসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০৩:২৫
Share:

সরকারি জমিতে গির্জা নির্মাণ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল করিমগঞ্জে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী-সহ সেখানে পৌঁছন ম্যাজিস্ট্রেট। অভিযোগ, করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডে পুরসভার জমিতে গির্জা তৈরির কাজ শুরু হয়েছিল গত মার্চ মাসে। এলাকাবাসীর আপত্তিতে তা শেষ করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সরকারি জমিতে কোনও ভাবেই ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির অনুমতি দেওয়া যায় না। লক্ষ্মীবাজার রোডের হরিজন কলোনিতে গির্জা তৈরির কাজ বন্ধ রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়। ৫ মাস কাজ বন্ধ ছিল।

Advertisement

কিন্তু দু’দিন আগে ফের ওই কাজ শুরু হয়। আজ সকালে করিমগঞ্জ শহরের কয়েকটি সংগঠনের সদস্যরা পুরপ্রধানের কার্যালয়ে ধর্নায় বসেন। এ নিয়ে উত্তেজনা ছড়ালে এসডিও (সদর) ধ্রুবজ্যোতি দেব, উপ-পুরপ্রধান পার্থসারথি দাস ঘটনাস্থলে যান। হরিজনরা জানান, ওই জায়গায় গির্জা তৈরির জন্য শুধু মৌখিক অনুমতি মিলেছে। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়। প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন