কলেজে উত্তেজনা

করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজও উত্তেজনা ছিল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একাংশ ছাত্র জেলাশাসকের কার্যালয়ে গিয়ে প্রতিবাদ দেখান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:০৫
Share:

করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজও উত্তেজনা ছিল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একাংশ ছাত্র জেলাশাসকের কার্যালয়ে গিয়ে প্রতিবাদ দেখান।

Advertisement

তাঁরা জানান, কলেজ কর্তৃপক্ষ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের পক্ষে কাজ করছেন। এবিভিপি, এআইইউডিএফ ছাত্র সংগঠনের তরফে দাখিল মনোনয়নগুলি সংশ্লিষ্ট প্রার্থীদের কলেজে উপস্থিতির হার কম দেখিয়ে বাতিল করা হয়েছে। ছাত্র সংগঠনটির দাবি, নিরপেক্ষ ভাবে উপস্থিতির হিসেব করা হলে সত্যিটা সামনে আসবে। তাঁদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের একাংশ শাসক দলের হয়ে কাজ করে নির্বাচন প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছেন। নির্বাচন বন্ধ
হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

গত রাতে ছাত্র সংসদের মনোনয়ন দাখিল ঘিরে করিমগঞ্জ কলেজে উত্তেজনা ছড়ায়। কলেজের একাংশ ছাত্র জানালা-দরজা ভেঙে দেয়। মারপিটও হয়। অধ্যক্ষ মতিউর রহমান জানান, কলেজ চত্বরে বহিরাগতদের উপস্থিতির জন্যই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement