Viral

এই বাজারে নব দম্পতিকে এত ‘দামি’ উপহার? ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আর পাঁচটা সাধারণ বিয়েবাড়ির মতোই ছিল আয়োজন। সেই বিয়ে বাড়িই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে গিয়েছে। কারণ হল পেঁয়াজ। নতুন বরের চার বন্ধু প্রীতিভোজে এসে সাজিয়ে-গুছিয়ে আড়াই কেজি পেঁয়াজ উপাহার দিয়ে গেলেন। আর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ১২:৩০
Share:

বিয়েতে উপহার পেঁয়াজ। ছবি: টুইটার থেকে নেওয়া।

বিয়েবাড়িতে বন্ধুরা এমন ‘দামি’ উপহার দিলেন যে সবাই অনেক দিন মনে রাখবেন। অন্তত যত দিন না পেঁয়াজের দাম কমছে ততদিন তো সবাই মনে রাখবেনই। তামিলনাড়ুর এক নব দম্পতিকে ফুলের তোড়ার মতো পেঁয়াজের তোড়া উপহার দিলেন বরের বন্ধুরা।

Advertisement

সম্প্রতি তামিলনাড়ুতে কুড্ডালোরে মঞ্জাকুপ্পম এলাকায় বিয়ে করেন এক দম্পতি। আর পাঁচটা সাধারণ বিয়েবাড়ির মতোই ছিল আয়োজন। সেই বিয়ে বাড়িই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে গিয়েছে। কারণ হল পেঁয়াজ। নতুন বরের চার বন্ধু প্রীতিভোজে এসে সাজিয়ে-গুছিয়ে আড়াই কেজি পেঁয়াজ উপাহার দিয়ে গেলেন। আর সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যাচ্ছে, রঙিন পলিথিনে মোড়া ‘পেঁয়াজের তোড়া’ তুলে দেওয়া হচ্ছে নতুন দম্পতির হাতে। আর বন্ধুবান্ধবরা সবাই পাশে দাঁড়িয়ে হাসিহাসি মুখে পোজ দিয়ে ছবি তুলছেন।

Advertisement

আরও পড়ুন: মিস ইউনিভার্সের বিকিনি রাউন্ডে মঞ্চে পা হড়কালেন পাঁচ সুন্দরী

সুনীল কপূর নামে এক ইউজারের টুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট হয়েছে ৯ ডিসেম্বর। সেখানে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাকেও ট্যাগ করে দেওয়া হয়। তারপরই ভাইরাল হয়ে যায় পোস্টটি।

আরও পড়ুন: এই ভিডিয়ো দেখে বাড়ির টেবিলে সহজেই চাষ করে ফেলুন পেঁয়াজ

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement