Mizoram

আইজলে রাস্তার ধারের ফ্রি লাইব্রেরিতে মজেছেন নেটাগরিকরা

রাস্তার ধারের সেই লাইব্রেরির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে মেতেছেন নেটাগরিকরা।  

Advertisement

সংবাদ সংস্থা 

আইজল শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০৪
Share:

রাস্তার ধারে লাইব্রেরি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

মিজোরামের রাজধানী আইজল। সেখানকার রাস্তার ধারে গড়ে তোলা হয়েছে মিনি লাইব্রেরি। রাস্তার ধারের সেই লাইব্রেরির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ছবি। শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘মিজোরামের রাজধানী আইজলের রাস্তার ধারে রয়েছে বেশ কয়েকটি লাইব্রেরি। জাতি গঠনের জন্য লাইব্রেরিই শ্রেষ্ঠ লগ্নি। উত্তর-পূর্ব পথ দেখাচ্ছে। প্রত্যেক শহরের উচিত এটাকে অনুসরণ করা।’’

আইজলের এই রাস্তার ধারের লাইব্রেরিতে রাখা থাকে বই। বিনামূল্যে সেখান থেকে বই সংগ্রহ করতে পারেন সবাই। পড়া হয়ে গেলে রেখে যেতে হয় নির্দিষ্ট স্থানে। দেখুন সেই পোস্ট—

Advertisement

এই লাইব্রেরি দেখে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘দারুণ উদ্যোগ।’’ কেউ কেউ সারা দেশেই এই ধরনের লাইব্রেরি গড়ার পক্ষে সওয়াল করেছেন।

আরও পড়ুন: ঋতুকালীন সময়ে রান্না করে ‘পিরিয়ড ফিস্ট’ উদ্‌যাপন মহিলাদের

আরও পড়ুন: ঋতুকালীন সময়েও মেয়েরা পুজো দেন এই মন্দিরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন