শুঁড়ে করে জল ছিটিয়ে উটকে ‘ঠাণ্ডা’ করছে হাতি!

একটি হাতি শুঁড়ে করে জল ছেটাচ্ছে একটি উটের গায়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ১০:০৩
Share:

শুঁড়ে করে জল ছেটাচ্ছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দুই প্রাণীর মধ্যে খুনসুটির অন্যতম উদাহরণ টম ও জেরি কার্টুন। কিন্তু বাস্তবেও নিজেদের মধ্যে মজায় মাততে দেখা যায় বিভিন্ন প্রাণীদের। সম্প্রতি সে রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একটি হাতি শুঁড়ে করে জল ছেটাচ্ছে একটি উটের গায়ে।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৫০ লক্ষেরও বেশি বার। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘উটকে ঠাণ্ডা রাখা হচ্ছে।’

১১ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাঠের বেড়ার এক প্রান্তে রয়েছে একটি হাতি। বেড়ার ওপারে দাঁড়িয়ে রয়েছে উট। হাতিটি একটি গামলায় থাকা জল নিজের শুঁড়ে করল তুলল। তার পর এগিয়ে গিয়ে তা ছিটিয়ে দিল উটটির গায়ে। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

প্রাণী দু’টির এই কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘হাতিটা কী যত্নশীল।’’ কেউ মজা করে বলেছেন, ‘‘হাতিটা বুঝেছে মরুভূমিতে হেঁটে উটের খুব গরম করছে। তাই তাকে ঠাণ্ডা করল।’’ কেউ কেউ আবার ওই দুই প্রাণীর বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement