Bizarre

সব্জি লুডো, নতুন দিনের খেলা এক নিমেষে ভাইরাল

চিরাচরিত বোর্ড বা অনলাইন ছেড়ে অভিনব উপায়ে লুডো খেলছে এক পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৮:৫৯
Share:

প্রতীকী ছবি।

লকডাউন বা ওয়ার্ক ফ্রম হোমের জেরে অধিকাংশ মানুষকে বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ঘরে বসে। তাই সময় কাটাতে অনেকেরই ভরসা হয়েছে সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেম। বিগত কয়েক মাসে অনলাইনে লুডো খেলার চলও ভালই বেড়েছে। কিন্তু মোবাইলে লুডো খেলাও যখন একঘেঁয়ে হয়ে ওঠে, তখন নতুন কোনও উদ্ভাবনের দরকার পড়ে। যেমন করেছে এক ভারতীয় পরিবার।

Advertisement

চিরাচরিত বোর্ড বা অনলাইন ছেড়ে অভিনব উপায়ে লুডো খেলছে ওই পরিবার। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপারটি নিয়ে মেতেছেন উৎসাহিত নেটাগরিকরা। তিন লক্ষেরও বেশি লাইক পড়েছে সেই ভিডিয়োতে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেঝের উপর পেন্সিল দিয়ে লুডোর বোর্ড আঁকা হয়েছে। গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সব্জি। ডাইসও তৈরি করা হয়েছে ফল দিয়ে। সেই দিয়েই দিব্যি লুডো খেলছেন ওই পরিবারের সদস্যরা। লালগুটি বোঝাতে টমাটো ব্যবহার করেছেন তাঁরা। পাতিলেবু হয়েছে হলুদ গুটি। সবুজগুটির জায়গা নিয়েছে উচ্ছে। নীলগুলি বোঝাচ্ছে বেগুনের উপস্থিতি। ছক্কা তৈরি করা হয়েছে তরমুজ কেটে। সেই দিয়ে চলছে খেলা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Online version is so outdated 😪

A post shared by RJ Abhinav (@rjabhinavv) on

এই দেখে হরেক মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘অর্গ্যানিক লুডো’। কেউ আবার বাড়িতে এ রকম করে দেখারও চিন্তা ভাবনা করছেন। একজনের রসিক মন্তব্য, ‘‘যে সব্জি জিতবে, তাকে আজ রান্না করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন