Sports News

পদ্মশ্রী পাচ্ছেন কোহালি, দীপা, সাক্ষী

গত বছরটা দারুণ কাটিয়েছেন বিরাট কোহালি। তাঁর হাত ধরে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। তাঁর অধিনায়কত্বে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেছেন। এর মধ্যেই ওয়ান ডে দলের দায়িত্ব নিয়ে সিরিজে জয় এনে দিয়েছেন বিরাট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৬:২৩
Share:

গত বছরটা দারুণ কাটিয়েছেন বিরাট কোহালি। তাঁর হাত ধরে একের পর এক সাফল্য এসেছে ভারতীয় ক্রিকেটে। তাঁর অধিনায়কত্বে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেছেন। এর মধ্যেই ওয়ান ডে দলের দায়িত্ব নিয়ে সিরিজে জয় এনে দিয়েছেন বিরাট। সঙ্গে ব্যাক্তিগত সাফল্য তো রয়েছেই। আর বিরাটের এই টানা সাফল্যের জন্য তাঁর নাম পদ্ম পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।। পদ্ম শ্রীর তালিকায় এ বার ঢুকে পড়তে চলেছেন দেশের নবাগত অধিনায়কও। তিনি একা নয় দেশের সর্বোচ্চ এই সম্মান পাচ্ছেন পাঁচ জন ক্রীড়াবিদ। ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেবেন তাঁদের হাতে। সেই তালিকায় রয়েছেন কুস্তিতে অলিম্পিক্স পদক নিয়ে আসা সাক্ষী মালিকও।

Advertisement

আরও খবর: ‘বিরাটের কাছ থেকে শেখা উচিত পাকিস্তানের ক্রিকেটারদের’

২০১৬ অলিম্পিক্সে সাক্ষীর হাত ধরেই প্রথম অলিম্পিক্স পদক আসে ভারতের ঘরে। দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন ব্যাডমিন্টনের পিভি সিন্ধু। সেই সাক্ষীর হাতেই উঠছে পদ্ম শ্রী। সাক্ষী সেই সময় দেশকে পদক এনে দিয়েছিলেন যখন পদকের আশা ছেড়ে দিয়েছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা। যাঁদের ঘিরে সব আশা ছিল তাঁরা এক এক করে ততক্ষণে ছিটকে গিয়েছেন অলিম্পিক্স থেকে। তখনই আশার আলো দেখিয়েছিলেন সাক্ষী। পদক আনতে না পারলেও পদকের থেকে কম সম্মান আনেননি জিমন্যাস্ট দীপা কর্মকার। তিনিও রয়েছেন সেই তালিকায়। তাঁর প্রদুনোভার ছটায় দীর্ঘদিন মুগ্ধ ছিল ক্রীড়াবিশ্ব। এ ছাড়া পদ্ম পুরস্কার পাচ্ছেন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া ও ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ। প্যারালিম্পিক্সে পদক জেতা দীপা মালিক ও মারিয়াপ্পান থঙ্গাভেলুকে পদ্ম শ্রী সম্মান দেওয়া হচ্ছে।

Advertisement

ক্রীড়া ব্যাক্তিত্বদের বাইরেও এই তালিকায় রয়েছেন গায়ক কৈলাশ খের ও অনুরাধা পরোয়াল। এ ছাড়া রয়েছেন লেখক, অভিনেতা, সাংবাদিকসহ আরও অনেকে। পশ্চিমবঙ্গ থেকে আর্কিওলজিতে পদ্ম শ্রী পাচ্ছেন শ্রী অশোক কুমার। সোশ্যাল ওয়ার্ডে দু’জন বাংলা থেকে পাচ্ছেন পদ্ম শ্রী, শ্রী কারিমুল হক ও বিপিন গনত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন