দেওয়াল ভেঙে মৃত্যু, তদন্তের নির্দেশ

বিয়েবাড়ির দেওয়াল ধসে রাজস্থানের ভরতপুরে ২৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিল সরকার। পুলিশ জানিয়েছে, ভরতপুর পুরসভার অনুমতি ছাড়াই বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল জীর্ণ ওই বাড়িটিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৩:৩৮
Share:

ভয়াবহ: পড়ে রয়েছে বিয়েবাড়ির ধ্বংসস্তূপ। ছবি: পিটিআই।

বিয়েবাড়ির দেওয়াল ধসে রাজস্থানের ভরতপুরে ২৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিল সরকার। পুলিশ জানিয়েছে, ভরতপুর পুরসভার অনুমতি ছাড়াই বুধবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল জীর্ণ ওই বাড়িটিতে। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টির দাপট সহ্য করতে না পেরে ভেঙে পড়ে বাড়ির ১৩ ফুট উঁচু দেওয়াল। মৃতদের মধ্যে রয়েছে চার শিশুও। ঘটনার পর থেকেই খোঁজ নেই বাড়ির মালিক ভরত লাল শর্মার। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বিয়েবাড়ির বাইরের বাগানে খাচ্ছিলেন অতিথিরা। তখন ধূলোর ঝড় ওঠে। ভিতরে ঢুকে পড়েন তাঁরা। তার পরেই ভেঙে পড়ে দেওয়াল। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী কালীচরণ শরফ জানান, তদন্তের জন্য তিনটি পৃথক কমিটি গড়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখবে প্রথম কমিটি। রাজ্যের বাকি বিয়েবাড়িগুলি কতটা সুরক্ষিত তা পরীক্ষার করবে দ্বিতীয় কমিটি। আহতদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের চিকিৎসায় গাফিলতি হয়েছে কি না, তা দেখবে তৃতীয় কমিটি। সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই তিন কমিটি। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁদের বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দেন তিনি। পরে তিনি জানান, আহতদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় বিপত্তি বাড়ে। কোনও কর্মীর গাফিলতিতে না প্রাকৃতিক বিপর্যয়ে এই বিভ্রাট তা দেখা হচ্ছে। কালীচরণ বলেছেন, ‘‘জানতে পেরেছি, হাসপাতালের জেনারেটর খারাপ হয়েছিল। একটিই ইনভার্টার ছিল। কেন এই গাফিলতি তা দেখছি।’’

মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। গুরুতর আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। একই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রও। মৃতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement