National News

ড্রাইভিং লাইসেন্স পেতে হলে থাকতেই হবে আধার নম্বর!

এ বার ড্রাইভিং লাইসেন্স তৈরি করাতে আধার নম্বর থাকাটা বাধ্যতামূলক হতে চলেছে। নয়া লাইসেন্স ছাড়াও তা নবীকরণেও লাগবে আধার কার্ড। চলতি বছরের অক্টোবর থেকেই এটি চালু করার জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১১:৪২
Share:

ছবি: সংগৃহীত।

এ বার ড্রাইভিং লাইসেন্স তৈরি করাতে আধার নম্বর থাকাটা বাধ্যতামূলক হতে চলেছে। নয়া লাইসেন্স ছাড়াও তা নবীকরণেও লাগবে আধার কার্ড। চলতি বছরের অক্টোবর থেকেই এটি চালু করার জন্য তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার। মূলত অপরাধমূলক কাজকর্ম ঠেকানো ছাড়াও একই ব্যক্তির নামে একাধিক লাইসেন্স বা ভুয়ো পরিচয়ে লাইসেন্স তৈরি করা রুখতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই বিষয়টি কার্যকরী করতে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। সে কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে মন্ত্রক।

আরও পড়ুন

Advertisement

প্রশাসন ও গোরক্ষা বাহিনীর জুলুমে যোগী রাজ্যে বন্ধ পাঁঠা, মুরগিও

বর্তমানে বিভিন্ন রাজ্যের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) থেকে ড্রাইভিং লাইসেন্স তৈরি করাতে হয়। সেই আরটিও-র কাছেই লাইসেন্সধারী ব্যক্তির সমস্ত পরিসংখ্যান নথিভুক্ত থাকে। সে ক্ষেত্রে কোনও ব্যক্তি যদি নিজের রাজ্য ছাড়াও অন্য কোনও আরটিও থেকে লাইসেন্স তৈরি করিয়ে নেন তবে সঙ্গে সঙ্গে তা রোখা সম্ভব হয় না। লাইসেন্স তৈরির ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক হলে এ ব্যবস্থা বন্ধ করা যাবে বলে দাবি মন্ত্রকের। কারণ, সে ক্ষেত্রে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত বায়োমেট্রিক পরিসংখ্যান হাতের মুঠোয় থাকবে। কিছু দিন আগে পর্যন্তও আরটিও-র কাছে সমস্ত ম্যানুয়াল পদ্ধতিতে নথিভুক্ত থাকত। তবে গোটা পদ্ধতিটাই ডিজিটাল সিস্টেমে করার ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। মন্ত্রকের ওই শীর্ষ কর্তা বলেন, “লাইসেন্স আবেদনকারীর পরিচয় ভুয়ো কি না তা আধার নম্বরের সাহায্যে সহজেই বোঝা যাবে। ডিজিটাল পদ্ধতি শুরু হলে সমস্ত আরটিও-র ডেটাবেস হাতের সামনে থাকবে। ফলে কোনও একটি রাজ্যের আরটিও থেকেই দেখে নেওয়া যাবে আবেদনকারীর অন্য কোনও রাজ্যের লাইসেন্স আছে কি না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন