‘এই দেশ থেকে না, এই দেশেই আজাদি চাই’, দেখুন কানহাইয়ার বক্তব্যের ভিডিও

পাক্কা কুড়ি দিন পরে গতকাল জেএনইউ-তে ফিরলেন ছাত্র নেতা কানহাইয়া কুমার। এবং ফিরেই ছাত্র সমাবেশে মাইক হাতে নিয়ে বুঝিয়ে দিলেন, কেন তাঁকে নিয়ে নরেন্দ্র মোদীকেও চিন্তায় পড়তে হতে পারে। ‘‘দেশ থেকে মুক্তি নয়, দেশের ভেতরে মুক্তি চাই আমরা’’— বললেন কানহাইয়া।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০৯:৪৮
Share:

পাক্কা কুড়ি দিন পরে গতকাল জেএনইউ-তে ফিরলেন ছাত্র নেতা কানহাইয়া কুমার। এবং ফিরেই ছাত্র সমাবেশে মাইক হাতে নিয়ে বুঝিয়ে দিলেন, কেন তাঁকে নিয়ে নরেন্দ্র মোদীকেও চিন্তায় পড়তে হতে পারে। ‘‘দেশ থেকে মুক্তি নয়, দেশের ভেতরে মুক্তি চাই আমরা’’— বললেন কানহাইয়া। স্লোগান তুললেন, ‘‘আজাদি পেটের জ্বালা থেকে, আজাদি দুর্নীতি থেকে, আজাদি মনুবাদ থেকে, আজাদি পুঁজিবাদ থেকে।’’ বললেন আমরা সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতে, সাম্যের পক্ষে। আরও দুই ছাত্র নেতা উমর এবং অনির্বাণের মুক্তির দাবি তুললেন।

Advertisement

আরও পড়ুন

মুক্তি পেয়েই আজাদির ডাক, মোদীর চিন্তা বাড়িয়ে নতুন তারকার উদয়

Advertisement

দেখে নিন কানহাইয়ার বক্তব্যের ভিডিও-

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement