National News

প্রেমিকাকে বিয়ে করব, রাজি করান বাবা-মাকে, মোদীকে আর্জি ইঞ্জিনিয়ারের!

প্রধানমন্ত্রীর দফতরে প্রতি দিন নানা রকম অদ্ভুত আর্জি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিঠি পাঠান বহু মানুষ। কিন্তু চণ্ডীগড়ের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যা আর্জি জানালেন, শুনে আশ্চর্য হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ১৩:৪১
Share:

প্রতীকী ছবি।

প্রধানমন্ত্রীর দফতরে প্রতি দিন নানা রকম অদ্ভুত আর্জি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিঠি পাঠান বহু মানুষ। কিন্তু চণ্ডীগড়ের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যা আর্জি জানালেন, শুনে আশ্চর্য হবেন।

Advertisement

কী সেই আর্জি?

চণ্ডীগড়েরই এক তরুণীর সঙ্গে ওই ইঞ্জিনিয়ারের প্রেমের সম্পর্ক রয়েছে। তরুণী পেশায় এক জন নার্স। ওই ইঞ্জিনিয়ার তাঁর প্রেমিকাকে বিয়ে করতে চান। কিন্তু তাঁদের এই সম্পর্কে দুই পরিবারের অমত রয়েছে বলে জানান ইঞ্জিনিয়ার। তাই রাজ্যের অভিযোগ গ্রহণ দফতরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁর অদ্ভুত আর্জি, ‘এমন এক জন লোক পাঠান যিনি দুই পরিবারের অভিভাবকদের বুঝিয়ে তাঁদের বিয়েতে যাতে রাজি করাতে পারেন!’

Advertisement

আরও পড়ুন: ৫০০ কোটি না দিলে বিষক্রিয়া ক্যাম্পাসে, হুমকি মেল-এ শঙ্কায় উইপ্রো

অভিযোগ গ্রহণ দফতরের আধিকারিকরা জানান, শুধু ওই ইঞ্জিনিয়ারই নয়, তাঁর মতো আরও অনেকে আছেন যাঁরা এমন অদ্ভুত আর্জি পাঠান প্রতি দিনই। এক আধিকারিক তো আবার জানিয়েছেন, প্রায় ৬০ শতাংশ এমন অভিযোগ বা আর্জি আসে যা দেখে তাঁদের হাসি পায়। যেমন আরও এক বাসিন্দা প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখেছিলেন যে, কোনও অপরাধ ঘটলে সেখানে যাতে চণ্ডীগড় পুলিশ সময়ের মধ্যে পৌঁছতে পারে তার জন্য তাদের হেলিকপ্টার দেওয়া হোক। আবার অন্য এক বাসিন্দা অভিযোগ করেছিলেন, তাঁর অনুমতি ছাড়াই বাগানের ফুল তুলে নিয়ে যায় কেউ। এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে আর্জি জানান প্রধানমন্ত্রীর দফতরে। এমন হাজারো উত্কট আর্জি পৌঁছয় প্রধানমন্ত্রীর দফতরে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্যের অভিযোগ গ্রহণ দফতরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement