Weather

বন্ধ স্কুল-কলেজ, বৃষ্টিতে নাজেহাল মুম্বই

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ১৬:৫৯
Share:

প্রবল বর্ষণে নাজেহাল মুম্বই। ছবি: এএফপি।

প্রবল বৃষ্টিতে নাজেহাল বাণিজ্যনগরী।মুম্বই-সহ আশপাশের এলাকায় বিপর্যস্ত জনজীবন। সোমবার সপ্তাহের শুরুতেই প্রবল বর্ষণের জেরে স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয় মুম্বইয়ে। মুম্বই ছাড়াও কুরলা, দাদর ও সিয়নে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে রায়গড়, থানে ও পালঘরেও।

Advertisement

মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তওড়ে টুইটে জানান, সতর্কতার কারণেই স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। রেলের পশ্চিমাঞ্চলের অফিসের তরফে একটি টুইটে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে রেললাইন জলমগ্ন। রেললাইনে প্রায় আট ইঞ্চিরও উপরে। এর ফলেই বেশ কিছু স্টেশনে ট্রেন আটকে পড়েছে। কালওয়া থেকে ঠাণে পর্যন্ত ট্রেন চলাচলের গতি অত্যন্ত ক্ষীণ বলেও উল্লেখ করা হয়েছে।

প্রবল বর্ষণের কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটছে। তবে কোনও উড়ান বাতিলের খবর মেলেনি। রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় যানজটের সমস্যা তো বেড়েইছে। সিয়ন থানায় পর্যন্ত জল ঢুকে পড়েছে। মুম্বইয়ে বেশ কিছু বাসের রুট বদলে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি বাসও বাতিল হয়েছে। নিত্যযাত্রীদের ভোগান্তির মাঝেই আবহ দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা মুম্বই ও মুম্বইয়ের শহরতলি এলাকায় অতি ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৃষ্টিতে নাকাল বাণিজ্যনগরী। ছবি: রয়টার্স

বিদ্যাবিহার, আন্ধেরি, মালাড, যোগেশ্বরী-সহ শহরতলি এলাকায় প্রবল বৃষ্টির কারণে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজস্ব এলাকার ছবি পোস্ট করে জানিয়েছেন দুর্ভোগের কথা। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে গড়ে ১৪৪.৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মুম্বইয়ের আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল কে এস হোসালিকর বলেন, আগামী ৪৮ ঘণ্টায় কোঙ্কন উপকূল, গোয়া ও মহারাষ্ট্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির ফলে দুর্ঘটনা বেড়েছে। সতর্ক পুরসভা।ছবি: এএফপি

রবিবার ঠাণের কল্যাণ এলাকায় রাস্তায় জমা জলের দরুণ দুর্ঘটনায় প্রাণ হারান এক শিক্ষিকা। জমা জলের নীচে একটি গর্তে পড়ে গিয়েছিল বাইকের সামনের চাকা। টাল সামলাতে না পেরে বাইক আরোহী শিক্ষিকা পড়ে যান মাটিতে।বাইকের পাশ দিয়েই একটি বাস যাচ্ছিল সে সময়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আরও পড়ুন: সাইরাসের আবেদন নাকচ, টাটা থেকে অপসারণ বেআইনি নয়​

সাতসকালে জেলের ভিতরে খুন উত্তরপ্রদেশের গ্যাংস্টার মুন্না বজরঙ্গি

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা স্বামীর, পুলিশে খবর দিলেন স্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন