National News

‘ওরা জানে, খামোখাই অনাস্থা আনছে’

উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুরে বিজেপির পরাজয়ের পর অ-বিজেপি দলগুলিকে নিয়ে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা, তা নিয়ে প্রশ্ন করা হলে অমিত বলেন, ‘‘একটা সময় ছিল যখন ইন্দিরা গাঁধীর বিরুদ্ধে জোট বাঁধতেন বিরোধীরা। আর এখন সেই ছবিটা বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিকে, অন্য দিকে বাকি সবাই।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৭:৫৩
Share:

বিজেপি সভাপতি অমিত শাহ।- ফাইল চিত্র।

বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন বিজেপি সভাপতি অমিত শাহ। বরং সেই প্রস্তাব আনতে কেন দেরি হচ্ছে বিরোধীদের, তা নিয়েই উৎকণ্ঠা প্রকাশ করলেন বিজেপি সভাপতি!

Advertisement

রবিবার অমিত বলেছেন, ‘‘অনাস্থা প্রস্তাব আনতে এত দেরি হচ্ছে কেন? আমরা ওই প্রস্তাবের মুখোমুখি হতে তৈরি আছি। সংসদের নিয়ম অনুযায়ী ওই প্রস্তাব নিয়ে আলোচনা প্রয়োজন। কংগ্রেস সহ অন্য দলগুলি ভাল ভাবেই জানে, ওই প্রস্তাব আনলে ওদের হার নিশ্চিত। তাই যে কোনও অছিলায় তারা সভার কাজকর্ম পণ্ড করে দিচ্ছে।’’

উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুরে বিজেপির পরাজয়ের পর অ-বিজেপি দলগুলিকে নিয়ে যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন বিরোধীরা, তা নিয়ে প্রশ্ন করা হলে অমিত বলেন, ‘‘একটা সময় ছিল যখন ইন্দিরা গাঁধীর বিরুদ্ধে জোট বাঁধতেন বিরোধীরা। আর এখন সেই ছবিটা বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিকে, অন্য দিকে বাকি সবাই।’’

Advertisement

এর পরেই বিজেপি সভাপতি মনে করিয়ে দেন, গোটা ভারতের ৬৭ শতাংশ এলাকা এখন বিজেপির হাতে (পড়ুন, বিজেপি শাসনাধীন) রয়েছে।

আরও পড়ুন- লাইভ: খুনে অভিযুক্ত অমিত শাহ, আক্রমণ রাহুলের​

আরও পড়ুন- বিরোধীরা সবাই চাইলে পেপার ব্যালটে রাজি, জানাল বিজেপি​

তেলুগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনার জন্য নোটিস দিয়েছে, সে সম্পর্কে বিজেপি সভাপতি বলেছেন, ‘‘যখন সভার কাজকর্মই করতে দিচ্ছেন না বিরোধীরা, তখন কী ভাবে অনাস্থা প্রস্তাব উঠতে পারে!’’

বিরোধীদের একজোট করতে সম্প্রতি দিল্লির ১০ জনপথে তাঁর বাসভবনে যে নৈশভোজ দিয়েছিলেন ইউপিএ’র চেয়ারপার্সন সনিয়া গাঁধী, তা নিয়ে যে তিনি ভাবতে আদৌ রাজি নন, তাও বুঝিয়ে দিয়েছেন অমিত। বিজেপি সভাপতির বক্তব্য, ‘‘ওরা নৈশভোজে আলোচনা করেছেন। আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলি। মানুষই ঠিক করবেন, তাঁরা দেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) উপর ভরসা রাখবেন নাকি তা রাখবেন কোনও মরসুমি জোটের উপরে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন