ইদে খুশির প্লাবন দুই বাংলায়

গায়ে নতুন জামা আর সুগন্ধি। সকাল থেকেই পাড়ায় পাড়ায় কচি কাঁচাদের ছোটাছুটি। তার পর মসজিদে নামাজ পড়া। শুক্রবার খুশির ইদে এই ভাবেই দিন শুরু করলেন সকলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৯
Share:

জেরুজালেমে আল আকসা মসজিদ।

গায়ে নতুন জামা আর সুগন্ধি। সকাল থেকেই পাড়ায় পাড়ায় কচি কাঁচাদের ছোটাছুটি। তার পর মসজিদে নামাজ পড়া। শুক্রবার খুশির ইদে এই ভাবেই দিন শুরু করলেন সকলে। শুধু ভারত বা বাংলাদেশ নয়, সারা বিশ্ব জুড়েই মহা সমারোহে পালিত হচ্ছে পবিত্র এই উৎসব। আর পবিত্র এই উৎসবে যেন মেতে উঠেছে প্রকৃতিও। গত কয়েক দিনের প্রতিকূল আবহাওয়াও গায়েব হয়ে গেল খুশির ইদে। সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় রোদ ঝলমল আবহাওয়া ছিল।

Advertisement

এ দিন ইদের নমাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয়েছে কোরবানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে তিনি নিউ ইয়র্কে। ইদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাশ্মীর-সহ দেশের বিভিন্ন অংশের মানুষই এই উৎসবে সামিল হয়েছেন। সব মিলিয়ে সকাল থেকেই জম জমাট হয়ে উঠেছে এই উৎসব।

ছবি: নিজস্ব চিত্র এবং টুইটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement