ICC T20 Worldcup 2026

বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিল আইসিসি, বুধবারের মধ‍্যে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে

শনিবারের বৈঠকৈ বিসিবি আরও এক বার জানিয়ে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইচ্ছুক। কিন্তু কোনও ভাবেই তারা ভারতে এসে থেলবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০০:৪০
Share:

বাংলাদেশ ক্রিকেট দল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ‍্যৎ কী হবে, তা নিয়ে আগামী বুধবারের মধ‍্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। শনিবার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে এই সময়সীমার কথা তাদের জানিয়ে দিয়েছে আইসিসি।

Advertisement

‘ক্রিকইনফো’ ওয়েবসাইট এই খবর জানিয়েছে। শনিবারের বৈঠকৈ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও এক বার জানিয়ে দিয়েছে, তারা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইচ্ছুক। কিন্তু কোনও ভাবেই তারা ভারতে এসে থেলবে না।

বিকল্প কেন্দ্র হিসাবে বিসিবি আরও এক বার শ্রীলঙ্কার কথা বলেছে আইসিসিকে। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, সূচি বদলের কোনও সম্ভাবনাই নেই।

Advertisement

বিসিবি অনুরোধ করেছিল, তাদের বি গ্রুপে রেখে আয়ারল‍্যান্ডকে সেখান থেকে সরিয়ে গ্রুপ সি-তে নিয়ে যাওয়ার। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম‍্যাচ খেলতে বাংলাদেশকে আর ভারতে আসতে হবে না। কারণ, সি গ্রুপের সব ম‍্যাচ শ্রীলঙ্কায় রয়েছে। অন‍্য দিকে বি গ্রুপের খেলাগুলি ভারতে রয়েছে। কিন্তু বিসিবির এই প্রস্তাবও মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আইসিসি।

বাংলাদেশ নিজেদের দাবিতে অনড় থাকলে এবং বিশ্বকাপে খেলতে না এলে তাদের বদলে অন‍্য দলকে খেলানোর ভাবনা রযেছে আইসিসির। র‍্যাঙ্কিং অনুযায়ী স্টল‍্যান্ডের বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement