Bus Accident

পুরী থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে দুর্ঘটনা! বালেশ্বরে উল্টে গেল বাস, আহত অন্তত ২০, আশঙ্কাজনক ৩

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে যাত্রীদের বেশির ভাগই মেদিনীপুরের বাসিন্দা। তাঁরা পুরীতে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তীর্থযাত্রীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১১:২৭
Share:

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাস। ছবি: সংগৃহীত।

পুরী থেকে পশ্চিমবঙ্গে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। সোমবার বেশি রাতের দিকে ওড়িশার বালেশ্বর জেলায় দুর্ঘটনাটি ঘটে। সিমুলিয়া থানা এলাকার রাধাবল্লভপুর চকের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর যাত্রীদের নিয়ে উল্টে যায় বাসটি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বাসটিতে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের অন্তত ২০ জন বাসিন্দা আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে যাত্রীদের বেশির ভাগই মেদিনীপুরের বাসিন্দা। তাঁরা পুরীতে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তীর্থযাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় থানার পুলিশকর্মীরা। এলাকাবাসীদের সাহায্যে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। উল্টে পড়ে থাকা বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। সিমুলিয়া থানার ওসি এসকে মহারানা জানান, আহতদের উদ্ধার করে সিমুলিয়া এবং সোরোয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বালেশ্বর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। অপর একটি স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দুর্ঘটনার পরেই বাস ছেড়ে পালিয়ে যান চালক এবং খালাসি। যদিও পরে তাঁদের দু’জনকেই পুলিশ ধরে ফেলেছে বলে খবর। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement