National News

তিনি কি এখনও স্কুটার চালান? কী বললেন মনোহর পর্রীকর

শনিবার গোয়ার কানাকোনায় বিজেপি কর্মীদের সভায় তাঁর সম্পর্কে ঘুরেফিরে সেই প্রসঙ্গই ওঠে। তখন কী বললেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ১৭:০২
Share:

মনোহর পর্রীকর।

আগে নাকি তিনি প্রায়ই স্কুটার চালিয়ে পানাজির স্থানীয় বাজারে যেতেন। সংবাদমাধ্যমেও সে তথ্য বেশ কয়েক বার সামনে এসেছে।

Advertisement

শনিবার গোয়ার কানাকোনায় বিজেপি কর্মীদের সভায় তাঁর সম্পর্কে ঘুরেফিরে সেই প্রসঙ্গই ওঠে। তখন কী বললেন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর?

তাঁকে জিজ্ঞাসা করা হয়, এখনও কি তিনি স্কুটার চালান বা চাপেন? সহাস্যেই পর্রীকর উত্তর দেন, না এখন আর তিনি স্কুটার চালান না, চাপেনও না! সেই সঙ্গে বলেন, “লোকে আমাকে জিজ্ঞাসা করে এখনও স্কুটার চালাই কিনা।”

Advertisement

আরও পড়ুন: ভারতে পরমাণু হামলার হুমকি পাক বিদেশমন্ত্রীর

ফের রোষের মুখে ‘পদ্মাবত’, আত্মাহুতির হুমকি ক্ষত্রিয় মহিলাদের

কিন্তু কেন? সে ব্যাখ্যাও দিয়েছেন পর্রীকর। তিনি জানান, এখন মাথার মধ্যে হাজারো রকম কাজের চিন্তায় ভর্তি থাকে। সেই চিন্তা নিয়ে স্কুটার চালাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। আর সে কারণেই এখন স্কুটার চালানো বা চাপার বিষয়টা এড়িয়ে চলেন।

এর পাশাপাশি পর্রীকর জানান, রাজ্য সরকার গোয়ার রাস্তায় দুর্ঘটনা রুখতে নানা রকম পদক্ষেপ করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement