রুবি রাইকে কী প্রশ্ন করেছিলেন পরীক্ষকরা?

গ্রেফতারির আগে গত শনিবার বিহারের উচ্চমাধ্যমিকের ‘প্রথমা’ রুবি রাইয়ের পরীক্ষা নেন একটি বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষকরা তাঁকে কী কী প্রশ্ন করেছিলেন এবং রুবি তার কী উত্তর দিয়েছিলেন দেখে নেওয়া যাক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৭:৩৫
Share:

পটনায় বিদ্যালয় পরীক্ষা সমিতির দফতরে রুবি রায়। শনিবার। —নিজস্ব চিত্র।

গ্রেফতারির আগে গত শনিবার বিহারের উচ্চমাধ্যমিকের ‘প্রথমা’ রুবি রাইয়ের পরীক্ষা নেন একটি বিশেষজ্ঞ কমিটি। পরীক্ষকরা তাঁকে কী কী প্রশ্ন করেছিলেন এবং রুবি তার কী উত্তর দিয়েছিলেন দেখে নেওয়া যাক।

Advertisement

প্রশ্ন: তুলসীদাসের উপর একটি রচনা লেখ।

রুবি: ‘তুলসীদাসজি প্রণাম।’

Advertisement

প্রশ্ন: হোম সায়েন্সে কী পড়ানো হয়?

রুবি: খাবার বানানো শেখানো হয়।

(প্রসঙ্গত বলে রাখা দরকার এই প্রশ্ন ও রুবির দেওয়া উত্তর নিয়েই হুলস্থূল হয়েছিল। প্রকাশ্যে চলে আসে বিহারের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি। ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করায় রুবি পরীক্ষকদের কাছে জানতে চান, কেন তাঁকে এই প্রশ্নই বার বার করা হচ্ছে।)

প্রশ্ন: ভারতের মানচিত্রে বিহারে অবস্থান কোথায়?

রুবি: আমার জানা নেই।

প্রশ্ন: পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় আপনি হোম সায়েন্স কেন লিখেছিলেন?

রুবি: হোম সায়েন্সের একটা চ্যাপ্টারে প্রডিক্যাল সায়েন্সের বিষয়ে লেখা ছিল।

প্রশ্ন: আপনার মনে আছে কোন চ্যাপ্টারে সেটা ছিল?

রুবি: পরীক্ষার সময় পড়েছি। এখন মনে নেই।

প্রশ্ন: টেন্স কত প্রকার?

রুবি: পরীক্ষার সময় মনে ছিল। এখন মনে নেই।

প্রশ্ন: কোন রাজ্যকে আপেলের রাজধানী বলা হয়?

রুবি: জানি না।

আরও খবর...

তুলসী দাস নিয়ে কী লিখলেন রুবি রাই?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement