PM Modi in G20 Summit

জি২০ সম্মেলনে গিয়ে এআই নিয়ে দুই বন্ধু দেশের সঙ্গে হাত মেলালেন মোদী! বার্তা মাদক ও সন্ত্রাস নিয়েও

এই প্রথম জি২০ সম্মেলন আফ্রিকায় আয়োজিত হয়েছে। শনিবার মোদী সেখান থেকে বিশ্বব্যাপী মাদকচক্র এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। তবে কোনও দেশের নাম করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৯:১৯
Share:

জোহানেসবার্গে জি২০ সম্মেলনে ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার। ছবি: এক্স।

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত জি২০ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে দুই বন্ধু দেশের সঙ্গে বিশেষ প্রযুক্তি বিষয়ক সহায়তার জন্য হাতও মিলিয়েছেন তিনি। এ ছাড়া, বিশ্বব্যাপী মাদকচক্র এবং সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আফ্রিকার দেশগুলির উন্নয়নের পক্ষে প্রস্তাব দিয়েছেন।

Advertisement

কানাডা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর বন্ধুত্বপূর্ণ। এই দুই দেশের সঙ্গেই নতুন একটি ত্রিপাক্ষিক সহযোগিতা স্থাপন করেছে ভারত। শনিবার সমাজমাধ্যমেও মোদী সে কথা ঘোষণা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে জি২০ সম্মেলনের ফাঁকে আলাদা করে বৈঠক করেছিলেন মোদী। সেখানেই নতুন সহযোগিতা-চুক্তির বিষয়ে একমত হয় তিন দেশ। এই সহযোগিতা মূলত প্রযুক্তিভিত্তিক। জটিল প্রযুক্তি, জোগানের শৃঙ্খল এবং সার্বিক ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আত্মীকরণের জন্য ভারত, কানা়ডা, অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে।

এই প্রথম জি২০ সম্মেলন আফ্রিকায় আয়োজিত হয়েছে। শনিবার মোদী জানান, আফ্রিকার দেশগুলিতে উন্নয়নের মাত্রাগুলি পুনর্বিবেচনা করা প্রয়োজন। উন্নয়নের জন্য দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আনতে হবে, তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। প্রতিভার আদানপ্রদানের মাধ্যমেই আফ্রিকার উন্নয়ন নিশ্চিত করা যাবে, মত ভারতের প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘‘আমাদের সম্মিলিত লক্ষ্য হবে, আফ্রিকা থেকে আগামী এক দশকে ১০ লক্ষ প্রশিক্ষিত তরুণকে তুলে আনা। তাঁরা আরও লক্ষ লক্ষ মানুষের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে পারবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আফ্রিকায় তার প্রভাব হবে দীর্ঘমেয়াদি এবং বহুমুখী।’’

Advertisement

বিশ্বব্যাপী মাদক সন্ত্রাস নিয়ে জি২০ ভাষণে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। জানিয়েছেন, এর মোকাবিলায় একটি সামগ্রিক উদ্যোগ প্রয়োজন। মাদক পাচারচক্রকে তিনি জনসাধারণের স্বাস্থ্যের পক্ষে, নিরাপত্তার পক্ষে এবং স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধেও সরব হয়েছেন মোদী। আলাদা করে কোনও দেশের নাম করেননি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিষ্পাপ সাধারণ মানুষের উপর হামলা, সম্পত্তির উপর হামলার তীব্র নিন্দা করেছেন। এর বিরুদ্ধে সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement