National News

কাশ্মীর নিয়ে ঠিক কথাই বলেছেন আফ্রিদি, মন্তব্য রাজনাথের

বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের রায়পুরে সাংবাদিক সম্মেলনে রাজনাথ বলেন, ‘‘আফ্রিদি যা বলেছেন সেটা একদম সঠিক। ওরা পাকিস্তানকেই সামলাতে পারে না। কাশ্মীর সামলাবে কীভাবে। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৫:৩৭
Share:

শাহিদ আফ্রিদি ও রাজনাথ সিং। —ফাইল ছবি

বিতর্কিত মন্তব্য করে নিজের দেশে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু আফ্রিদির প্রশংসায় উচ্ছ্বসিত ভারত। নেটিজেনরা তো বটেই এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও বললেন, ঠিক কথাই বলেছেন প্রাক্তন পাক অধিনায়ক। অন্যদিকে টুইট করে আফ্রিদির দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে পাক সংবাদ মাধ্যম।

Advertisement

বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের রায়পুরে সাংবাদিক সম্মেলনে রাজনাথ বলেন, ‘‘আফ্রিদি যা বলেছেন সেটা একদম সঠিক। ওরা পাকিস্তানকেই সামলাতে পারে না। কাশ্মীর সামলাবে কীভাবে। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে।’’

বুধবারই ব্রিটেনের সংসদে ভাষণে প্রাক্তন পাক অলরাউন্ডার আফ্রিদিকে একটি ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘‘পাকিস্তান কাশ্মীর চায় না। পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারে না।’’ এই মন্তব্যের পরই পাকিস্তানে সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। বেজায় অস্বস্তিতে পড়ে আরেক প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের সরকার।

Advertisement

আরও পডু়ন: চিন-রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে যেতে পারে আমেরিকা! আশঙ্কা মার্কিন কংগ্রেসেরই প্যানেলের

তবে পরে একটি টুইট করে আফ্রিদি দাবি করেছেন, ‘‘আমি আমার দেশের প্রতি শ্রদ্ধাশীল এবং কাশ্মীরিদের সংগ্রামকে মর্যাদা দিই। তাঁদের অধিকার পাওয়া উচিত।’’

আরও পড়ুন: রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে খেই হারাল কেন্দ্র

যদিও এর পরেও বিতর্ক থামেনি। তার উপর রাজনাথের মন্তব্য বিতর্কে নতুন ইন্ধন জোগাল বলেই মনে করছে কূটনৈতক শিবির।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement