Plane Crash in Ahmedabad

‘কোনও দিন বিমানে উঠব না’! এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রথম ছবি ধরা পড়ে তার ফোনেই, আর কী বলল সেই কিশোর?

গত ১২ জুন অহমদাবাদে এসেছিল ওই কিশোর। কর্মসূত্রে তার বাবা বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে আসার পরই বাড়ির ছাদে চলে গিয়েছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:১৬
Share:

বিমান দুর্ঘটনার সেই ভিডিয়ো। গ্রাফিক: আনন্দবাজার ডট কম

বিমান ওড়ার ছবি তুলেছিল সে। আর সেই ছবির জন্যই তাকে এখন থানা-পুলিশ করতে হচ্ছে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছে অহমদাবাদের কিশোর। আর সেই আতঙ্ক থেকেই তার মন্তব্য, ‘‘আর কোনও দিন বিমানে উঠব না।’’

Advertisement

গত ১২ জুন অহমদাবাদে এসেছিল ওই কিশোর। কর্মসূত্রে তার বাবা বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে আসার পরই বাড়ির ছাদে চলে গিয়েছিল সে। কিশোরের দাবি, যে হেতু বিমানবন্দরের খুব কাছেই তার বাবা থাকে, তাই বিমান কী ভাবে ওঠে, নামে তা দেখার জন্য উৎসুক ছিল সে। আর সেই উৎসুকের কারণেই বিমান ওঠানামার ছবি তোলার জন্য ছাদে গিয়েছিল সে। ঘটনাচক্রে, সেই সময়েই ব্রিটেনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি ওড়ে।

কিশোরের দাবি, বিমানটিকে উড়তে দেখেই মোবাইলের ক্যামেরাবন্দি করে সে। তার কথায়, ‘‘খুব কাছ দিয়েই বিমানটি উড়ে যাচ্ছিল। তখন আমি ভিডিয়ো করলাম বন্ধুদের দেখাব বলে। দেখলাম বিমানটি আবার নেমে যাচ্ছি। ভেবেছিলাম আবার হয়তো অবতরণ করছে সেটি। তার পরই আগুনের গোলা উঠতে দেখলাম। তখনই ভয় পেয়ে গিয়েছিলাম।’’

Advertisement

এত নীচ থেকে বিমান উড়তে দেখে যে আনন্দ পেয়েছিল ওই কিশোর, বিমান দুর্ঘটনার পর থেকে তার তোলা ভিডিয়োই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় গোটা পরিবারের। কিশোরের বয়ান নেয় পুলিশ। অহমদাবাদের অপরাধদমন শাখাও তলব করে তাকে। তবে ওই কিশোর জানিয়েছে, এই ঘটনা তার মনে গভীর দাগ কেটেছে। একইসঙ্গে বিমান নিয়েও তার মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। চোখের সামনে এমন একটা ভয়াবহ দুর্ঘটনা দেখার পর সে কয়েক রাত ঘুমোতে পারেনি বলেই দাবি কিশোরের। তবে এই ঘটনার পর কিশোর জানাচ্ছে, সে আর কোনও দিন বিমানে উঠবে না।

প্রসঙ্গত, গত ১২ জুন এয়ার বিমান ভেঙে পড়ে অহমদাবাদের মেঘানিনগরে। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৪১ জন বিমানযাত্রী, ক্রু সদস্য এবং পাইলট ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement