National

এঁকে ‘প্রক্সি’ বাছলেন শশিকলা, কে এই পালানিসামি?

পনীরসেলভম, শশিকলার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এসে পড়ল আরও একটি নাম। মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিদার হয়ে পড়লেন এড়াপ্পারি কে পালানিসামি। কুভাথুরের একটি রিসর্টে এআইএডিএমকের বিধায়করা পালানিসামিকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মঙ্গলবার। পনীরসেলভমের প্রাথমিক সদস্যপদ বাতিল হয়ে যাওয়ায় পালানিসামি এ বার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানাতে পারেন বলে তামিলনাড়ুর রাজনৈতিক মহলের খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ২০:০০
Share:

ই কে পালানসামি।

পনীরসেলভম, শশিকলার পর তামিলনাড়ুর প্রক্সি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কি এসে পড়ল আরও একটি নাম? মুখ্যমন্ত্রীর কুর্সির কি দাবিদার হয়ে পড়লেন এড়াপ্পারি কে পালানিসামি। কুভাথুরের একটি রিসর্টে এআইএডিএমকের বিধায়করা পালানিসামিকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিয়েছেন মঙ্গলবার। পনীরসেলভমের প্রাথমিক সদস্যপদ বাতিল হয়ে যাওয়ায় পালানিসামি এ বার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রিত্বের দাবি জানাতে পারেন বলে তামিলনাড়ুর রাজনৈতিক মহলের খবর। অনেকের মতে, পালানিসামি আসলে শশিকলার হয়েই ‘প্রক্সি’ দেবেন!

Advertisement

কে এই পালানিসামি?

১) এড়াপ্পারি বিধানসভা কেন্দ্র থেকে চার বারের বিধায়ক পালানিসামি। তিনি এখন জাতীয় সড়ক ও ক্ষুদ্র বন্দর দফতরের প্রতিমন্ত্রী।

Advertisement

২) পনীরসেলভম মুখ্যমন্ত্রী হওয়ার পর পালানিসামি প্রকাশ্যে শশিকলাকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন।

৩) ’৮৭ সালে দলের প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনের মৃত্যুর পর যখন এআইএডিএমকে’তে চিড় ধরেছিল, তখন জয়ললিতাকে সমর্থন করেছিলেন পালানিসামি।

আরও পড়ুন- বড় ভাঙনের ইঙ্গিত নেই, রাজভবনে নতুন দলনেতা

৪) জয়ললিতার মন্ত্রিসভায় পালানিসামি ছিলেন তিন নম্বর ব্যক্তিত্ব।

৫) জয়ললিতা যে ঘনিষ্ঠ একটি চক্রকে বিশ্বাস করে চলতেন সব সময়, সেই নলভর আনির অন্যতম সদস্য ছিলেন এই পালানিসামি।

৬) তিনি জয়ললিতার ক্যুরিয়ার ছিলেন। যিনি দলীয় বিধায়কদের মধ্যে জয়ললিতার বার্তা বিলি করতেন।
৭) ২০১৫ সালে পালানিসামি তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস সভাপতি ইভিকেএসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন