National news

কে বেশি নেশাখোর, ঝগড়ায় জিততে বন্ধুকে খুন!

তাঁর বন্ধু নয় সে-ই সবচেয়ে বড় নেশাড়ু! হেরোইনের নেশায় বুঁদ হয়ে বেশ হাল্কা চালেই দাবি তুলেছিলেন আকবর আলি শেখ। তা থেকেই প্রথমে কথা কাটাকাটি। খানিক সময় পরেই তা গড়ায় তুমুল ঝগড়ায়। বন্ধু কিছুতেই মানতে রাজি নন, মাদকের নেশায় আকবর আলিই সেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৮:২৪
Share:

প্রতীকা ছবি।

তাঁর বন্ধু নয় সে-ই সবচেয়ে বড় নেশাড়ু! হেরোইনের নেশায় বুঁদ হয়ে বেশ হাল্কা চালেই দাবি তুলেছিলেন আকবর আলি শেখ। তা থেকেই প্রথমে কথা কাটাকাটি। খানিক সময় পরেই তা গড়ায় তুমুল ঝগড়ায়। বন্ধু কিছুতেই মানতে রাজি নন, মাদকের নেশায় আকবর আলিই সেরা। বন্ধুর ‘ভুল’ শুধরোতে শেষমেশ তাঁর শরীরে আস্ত একটা রামপুরি ছুরিই ঢুকিয়ে দেয় আকবর আলি। ঝগড়ার সেখানেই শেষ।

Advertisement

আরও পড়ুন

এক রাতও আলাদা থাকেননি, ৭০ বছর পর মারাও গেলেন ৪ মিনিটের ব্যবধানে

Advertisement

ঘটনাস্থলেই মারা যান তাঁর বন্ধু। বন্ধুকে খুনের অভিযোগে পরের দিনই আকবর আলিকে গ্রেফতার করে পুলিশ। গত বছরের এই ঘটনায় সম্প্রতি তাঁর জামিন খারিজ করেছে মুম্বইয়ের এক আদালত। পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর শিবাজিনগরের ফুটপাতে বসে হেরোইনের নেশা করছিলেন আকবর আলি। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেশা চড়তে থাকলে কথা কাটাকাটি শুরু হয় দু’জনের মধ্যে। ধীরে ধীরে তা ভয়ানক আকার নেয়। পকেট থেকে একটা রামপুরি ছুরি বের করে সেখানেই বন্ধুকে আঘাত করতে থাকে আকবর আলি। ঘটনাস্থলেই মারা যান তাঁর বন্ধু। এর পর আকবর আলির বিরুদ্ধে খুনের মামলা শুরু হয়।

আকবর আলির জামিন খারিজ করে আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ডি এ ঢোলাকিয়া বলেন, “আকবর আলির ছুরির ঘায়েই মারা গিয়েছেন তাঁর বন্ধু। এই অপরাধের প্রত্যক্ষদর্শীও রয়েছেন।” তবে বিচারকের এই যুক্তি মানতে নারাজ আকবর আলি। জামিন খারিজ হওয়ায় বেশ মুষড়ে পড়েছেন তিনি। তাঁর যুক্তি, “তখন তো আমি নেশার ঘোরে ছিলাম!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন