National

জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে পারেননি, গোয়ায় প্রতিবন্ধী নিগ্রহ

হুইলচেয়ারে চেপে সিনেমা দেখতে এসেছিলেন এক শারীরিক প্রতিবন্ধী। সস্ত্রীক। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য আইনক্সে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে পারেননি। তাই তাঁকে প্রচণ্ড মারধর করা হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ১৯:১১
Share:

সলিল চতুর্বেদী ও তাঁর স্ত্রী মণিকা।

হুইলচেয়ারে চেপে সিনেমা দেখতে এসেছিলেন এক শারীরিক প্রতিবন্ধী। সস্ত্রীক। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার জন্য আইনক্সে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াতে পারেননি। তাই তাঁকে প্রচণ্ড মারধর করা হল।

Advertisement

না, কোনও গল্পকথা নয়। গোয়ার পানজিমের একটি আইনক্সের ঘটনা। স্ত্রী মণিকাকে নিয়ে একটি ফিল্ম দেখতে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী সলিল চতুর্বেদী। হুইলচেয়ারে চেপে। সিনেমা শুরুর আগে আইনক্সে জাতীয় সঙ্গীতের সময় শারীরিক অসুবিধার জন্য উঠে দাঁড়াতে পারেননি। তা দেখে হই হই করে ওঠেন অন্য দর্শকরা। তাঁদের হাতে নিগৃহীত হতে হয় সলিলকে।

সলিলের কথায়, ‘‘হুইলচেয়ারে চেপে আইনক্সে সিনেমা দেখতে যাওয়া খুব অসুবিধের বলে খুব কমই যাই আইনক্সে। কিন্তু রজনীকান্তের ‘কাবালি’ ফিল্মটা দেখার লোভ সামলাতে পারিনি। পানজিম থেকে আমরা থাকি ১২ কিলোমিটার দূরে। ছবিটা শুরুর আগে আইনক্সে শুরু হল জাতীয় সঙ্গীত। কিন্তু আমি হুইলচেয়ার ছেড়ে কিছুতেই উঠে দাঁড়াতে পারলাম না। আশপাশ থেকে আমাদের দেখিয়ে অন্য দর্শকরা চেঁচাতে শুরু করল। তখন আমার স্ত্রী মণিকা বললেন, ওঁকে তুলতে গেলে অন্তত দু’জন লাগবে। সেই সময়েই দু’জনে এসে আমাকে পিছন থেকে মাথায় ঘুষি মারলেন। উঠে না দাঁড়ানোর জন্য শাসাতে লাগলেন। আমার হাত, পা তখন কাঁপছিল, ভয়ে।’’

Advertisement

পরে অনেকেই এখন ওই ঘটনার নিন্দেমন্দ করতে শুরু করেছেন। এমন কথাও অনেকে বলছেন, দেশের প্রতি ভালবাসাটা যেন বড্ড বেশি ‘গদগদে’ হয়ে গিয়েছে! আর তার ফলে অমানবিক আচরণের শিকার হতে হয়েছে এক শারীরিক প্রতিবন্ধীকেও।

আরও পড়ুন- ‘ও একটা নপুংসক’, কলকাতায় এসে মন্তব্য অমর সিংহের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন