ভারতরত্ন নিয়ে ক্ষুব্ধ রামদেব

ভারতরত্ন ঘোষণার পর বিরোধীদের একাংশের রোষের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। এ বারে যোগগুরু রামদেবের সমালোচনার কোপেও পড়লেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০১:০৪
Share:

যোগগুরু রামদেব। —ফাইল চিত্র।

ভারতরত্ন ঘোষণার পর বিরোধীদের একাংশের রোষের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। এ বারে যোগগুরু রামদেবের সমালোচনার কোপেও পড়লেন।

Advertisement

প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজরিকা, নানাজি দেশমুখকে ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার পর অরবিন্দ কেজরীবালের দল প্রশ্ন তুলেছিল। কর্নাটকের কংগ্রেস ও জেডিএস নেতারাও প্রশ্ন তোলেন, কেন সিদ্ধগঙ্গা মঠের শিবকুমার স্বামীকে এই সম্মান দেওয়া হল না? এ বার যোগগুরু রামদেবও কুম্ভে দাঁড়িয়ে প্রশ্ন তুললেন, স্বাধীনতার পর থেকে কোনও হিন্দু সন্ন্যাসীকে ভারতরত্ন দেওয়া হল না? স্বামী বিবেকানন্দ বা দয়ানন্দের অবদান কি কোনও নেতা-খেলোয়াড়ের থেকে কম?

এর পরেই মাদার টেরিজার নাম করে গোটা বিতর্কের নতুন মোড় দেন রামদেব। তাঁর কথায়, খ্রিস্টান বলে তিনি ভারতরত্ন হলেন। কিন্তু হিন্দু সন্ন্যাসী বাদ কেন? রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী অবশ্য আজ গোড়াতেই একটি বড় সময় ব্যয় করলেন কর্নাটকের শিবকুমার স্বামীর স্মরণে। সঙ্গে টেনে আনলেন স্বামীজির বক্তৃতার একশো বছর পূর্তি উপলক্ষে এ পি জে আব্দুল কালামের কবিতাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন