murder

মদ খাওয়া নিয়ে বচসা, দু’বছরের সন্তানের সামনেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন

দিল্লির কমলা মার্কেট পুলিশ ফাঁড়ির অধীনে ঘটনাটি ঘটেছে। স্ত্রীকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ২০:২৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস

দু’বছরের সন্তানের সামনেই স্ত্রীকে খুন করল স্বামী। দিল্লির কমলা মার্কেট পুলিশ ফাঁড়ির অধীনে ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্ত্রীকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে জেরার করার পরই আসল ঘটনা প্রকাশ্যে এসেছে। অম্বেদকর বিশ্ববিদ্যালেয় পিয়নের পদে কাজ করতেন তিনি। মদ খাওয়া নিয়ে প্রায়ই ওই ব্যক্তির সঙ্গে বচসা হত তাঁর স্ত্রী রেশমার।

Advertisement

আরও পড়ুন: সাংবাদিক জামাল খাশোগি হত্যায় প্রকাশ্যে এল নতুন তথ্য​

গত শুক্রবারও মদ খাওয়া নিয়েই তর্কাতর্কি শুরু হয় দু’জনের। বছর বাইশের রেশমাকে মারধর করেছিলেন ওই ব্যক্তি। তার পরই শ্বাসরোধ করে রেশমাকে খুন করেন তিনি। সামনেই ছিল তাঁদের দু’বছরের সন্তান।

পুলিশ জানিয়েছে, সন্তানের সামনে খুন করার পরই বিচলিত হয়ে পড়েন ওই ব্যক্তি। স্ত্রীর দেহ ফেলে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন, তবে তা হয়নি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত স্ত্রীর মৃতদেহের সামনেই বসেছিলেন ওই ব্যক্তি। পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: আন্ডারওয়াটার লাক্সারি রুম, পানশালা, রেস্তরাঁ, কী নেই এই গোয়া-মুম্বই ক্রুজে!

স্ত্রীর মৃতদেহে পচন ধরে যাওয়ায় থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। তিন বছর আগে রেশমার সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্তের।

কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement