Pahalgam Terror Attack

১৬ তারিখ বিয়ে করে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে, হরিয়ানায় ফিরল নৌসেনার নিথর দেহ

মঙ্গলবারের আগে সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছিল। বিয়ের জন্য ৪০ দিনের লম্বা ছুটি নিয়েছিলেন বিনয়। ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে তাঁর বিয়ে হয়। ২১ এপ্রিল স্ত্রী হিমাংশিকে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৭:০৪
Share:

(বাঁ দিকে) হিমাংশী নরওয়াল, বিনয় নরওয়াল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

এক সপ্তাহে বদলে গেল জীবন। এক বুধবারে নৌসেনার আধিকারিক লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল হিমাংশি নারওয়ালের। মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান বিনয়। পরের বুধবার তাঁর নিথর দেহ পৌঁছোল হরিয়ানার বাড়িতে।

Advertisement

মঙ্গলবারের আগে সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছিল। বিয়ের জন্য ৪০ দিনের লম্বা ছুটি নিয়েছিলেন বিনয়। ১৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে তাঁর বিয়ে হয়। ২১ এপ্রিল স্ত্রী হিমাংশিকে নিয়ে মধুচন্দ্রিমায় কাশ্মীর গিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে যায় বিপর্যয়।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে জঙ্গিদের গুলিতে হত বিনয়ের দেহ পড়ে রয়েছে। পাশে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে আছেন স্ত্রী হিমাংশি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সে দিনের ঘটনার বর্ণনা দিয়ে হিমাংশি বলেন, “আমি স্বামীর সঙ্গে বসে ভেলপুরি খাচ্ছিলাম। এক জন এসে আমার স্বামীকে বলল ও মুসলিম কি না। আমার স্বামী বলল না। তার পরেই গুলি চালিয়ে দিল।” বুধবার সন্ধ্যায় হরিয়ানার কার্নালে শেষকৃত্য হয় বিনয়ের। কান্নায় ভেঙে পড়ে হিমাংশি বলেন, “আমরা কখনও ভাবিনি আমাদের এই সফরটা এমন ভাবে শেষ হয়ে যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement