Divorce

সময় দিচ্ছেন না ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত স্বামী, ডিভোর্স চাইল স্ত্রী!

এই কারণে বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন ওই মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭
Share:

পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্বামীর কাছে ডিভোর্স চাইলেন স্ত্রী। অলঙ্করণে তিয়াসা দাস।

স্ত্রী চায় স্বামীর সঙ্গে ঘুরতে যেতে। এক সঙ্গে বসে সিনেমা দেখতে, শপিং করতে। কিন্তু স্বামীর ছোট থেকেই স্বপ্ন ইউপিএসসি পরীক্ষা পাশ করার। বিয়ের পরও সেই স্বপ্নে ভাটা পড়েনি। বরং আরও মনযোগী হয়ে তিনি সেই পরীক্ষার প্রস্তুতির জন্য সারা দিন পড়াশোনাতেই ব্যস্ত। তাই সিনেমা দেখা ও শপিং করার মতো স্ত্রীর আবদার মেটাতে সে ভাবে সময় দিতে পারছেন না। এই কারণে বিরক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন ওই মহিলা।

Advertisement

সম্প্রতি এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা গিয়েছে, ওই দম্পতি ভোপালের কাতারা হিলস এলাকায় থাকেন। ঘটনার কথা সামনে আসে যখন ফ্যামিলি কোর্টে ওই দম্পতিকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়।

দুই পক্ষের বক্তব্য শোনার পর, কাউন্সিলর তাঁদের আরও সময় নিতে বলেন ও তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝার জন্য আরও বেশি সময় নিজেদের মধ্যে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে দম্পতিকে।

Advertisement

আরও পড়ুন: বিজ্ঞান কংগ্রেসে নেই তৃতীয় লিঙ্গ! বিপাকে শিক্ষক

আরও পড়ুন: এনআরসি তালিকাছুট ১৯ লক্ষকে নিয়ে বাড়ছে জলঘোলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন