US Tariff on India

আমেরিকায় অ্যাপ্‌লের পণ্য বিক্রিতে চিনকেও ছাপিয়েছে ভারত, ট্রাম্পের শুল্কে কী প্রভাব পড়বে আইফোনে

আইফোন উৎপাদনে এই মুহূর্তে সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। এখানে তৈরি আইফোনের অন্যতম প্রধান ক্রেতা আমেরিকা। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে আইফোন বিক্রিতে ভারত সম্প্রতি ছাপিয়ে গিয়েছে চিনকেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৬:২২
Share:

ভারতের উপর ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের উপরে ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মর্মে ঘোষণা করার পর ভারতের ব্যবসায়ীদের অনেকেরই মাথায় হাত। এ বার থেকে আমেরিকায় পণ্য রফতানি করতে গেলে বাড়তি ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। কিন্তু ভারতে তৈরি অ্যাপ্‌লের পণ্যে এর কী প্রভাব পড়বে? এই মুহূর্তে অ্যাপ্‌লের পণ্য উৎপাদনে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে ভারত। এখানে তৈরি আইফোন আমেরিকার বাজারে বিক্রি হয়। ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে সেই বাণিজ্যে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত।

Advertisement

ট্রাম্প যে ২৫ শতাংশ শুল্ক ভারতের উপরে চাপিয়েছেন, তাতে অ্যাপ্‌লের পণ্যের কোনও ক্ষতি হচ্ছে না। আইফোন নির্বিঘ্নেই আমেরিকায় রফতানি করা যাবে। কারণ, গত এপ্রিলে ট্রাম্প যখন বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের কথা বলেছিলেন, তখনই জানিয়ে দিয়েছিলেন, স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য বৈদ্যুতিন পণ্যের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে না। এই ধরনের বৈদ্যুতিন পণ্যগুলি আমেরিকার বাজারে উৎপন্ন হয় না। বাইরে থেকে এই পণ্য তাদের কিনতে হয়। সেই কারণেই এই পণ্যগুলিকে শুল্কের আওতায় আনেননি ট্রাম্প। ফলে অ্যাপ্‌লের মতো সংস্থাগুলি কিছুটা স্বস্তিতে রয়েছে।

আইফোন উৎপাদনে এই মুহূর্তে সারা বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। এখানে তৈরি আইফোনের অন্যতম প্রধান ক্রেতা আমেরিকা। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে আইফোন বিক্রিতে ভারত সম্প্রতি ছাপিয়ে গিয়েছে চিনকেও। বস্তুত, অ্যাপ্‌ল সংস্থাটির অন্যতম প্রধান উৎপাদনক্ষেত্র ছিল চিন। আইফোনের মতো পণ্য একচেটিয়া চিনেই উৎপন্ন হচ্ছিল। কিন্তু কোভিড অতিমারি এবং তৎপরবর্তী বিধিনিষেধের কারণে চিনের বিকল্প ভাবতে শুরু করে অ্যাপ্‌ল। গত চার বছরে তাই ভারতে অ্যাপ্‌লের পণ্যের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। অ্যাপ্‌লের উদাহরণ দেখিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্টও করে থাকে নয়াদিল্লি। কিন্তু আমেরিকার শুল্ক প্রযুক্ত হলে ভারতে তৈরি আইফোনগুলি বিশ্বব্যাপী বেশ কিছুটা দামি হয়ে উঠতে পারে, মত বিশেষজ্ঞদের একাংশের। অ্যাপ্‌লের যে পণ্য ভিয়েতনাম কিংবা চিনে তৈরি হয়, তা তুলনামূলক সস্তা হয়ে উঠবে।

Advertisement

বাণিজ্যচুক্তির বিষয়ে ভারতের উপর তিনি হতাশ, জানিয়েছেন ট্রাম্প। ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর একাধিক খোঁচা দিয়েছেন নয়াদিল্লিকে। এ-ও জানিয়েছেন, রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতের উপর ‘জরিমানা’ও আরোপ করা হবে। তবে তার পরিমাণ খোলসা করেননি। একইসঙ্গে পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত করে ফেলেছেন বাণিজ্যচুক্তি। তবে ট্রাম্প জানিয়েছেন, ভারতের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার রাস্তা এখনও বন্ধ হয়ে যায়নি। শেষ পর্যন্ত আমেরিকায় রফতানির জন্য ভারতের উপর কত হারে শুল্ক প্রযোজ্য হয়, তার দিকে নজর রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement