National News

ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে: চড়া সুরে হুঁশিয়ারি মরিয়া চিনের

ভারতকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল চিন। বেজিং-এ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে সতর্ক করা হল। দিল্লিতে নিযুক্ত চিনা দূত ভারতীয় বিদেশ মন্ত্রকে গিয়ে প্রতিবাদ জানালেন। সব শেষে কলকাতার চিনা দূতাবাসও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করল। ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিব্বতি ধর্মগুরু দলাই লামার উত্তর-পূর্ব সফর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ১৭:৫২
Share:

দলাই লামা কোনও ‘নিষ্পাপ সন্ন্যাসী’ নন, তিনি ‘অত্যন্ত কুচক্রী এবং রাজনৈতিক মানুষ, যিনি বিচ্ছিন্নতাবাদে প্রশ্রয় দিচ্ছেন’। তিব্বতি ধর্মগুরু সম্পর্কে এমনই মন্তব্য করেছেন কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল। খবর একটি ইংরেজি সংবাদমাধ্যম সূত্রের। —ফাইল চিত্র।

ভারতকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল চিন। বেজিং-এ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে সতর্ক করা হল। দিল্লিতে নিযুক্ত চিনা দূত ভারতীয় বিদেশ মন্ত্রকে গিয়ে প্রতিবাদ জানালেন। সব শেষে কলকাতার চিনা দূতাবাসও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করল। ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিব্বতি ধর্মগুরু দলাই লামার উত্তর-পূর্ব সফর। অসম ও অরুণাচল সফর করবেন দলাই লামা। অরুণাচলের তাওয়াং মঠে দলাই লামার এই সফরের তীব্র বিরোধিতা শুরু করেছে চিন।

Advertisement

তাওয়াং ভারত এবং চিনের মধ্যে বিতর্কিত একটি স্থান বলে বেজিং-এর দাবি। তিব্বতকে চিন থেকে বিচ্ছিন্ন করতে চান যে দলাই লামা, তাঁর মতো ব্যক্তিকে তাওয়াং-এ যেতে দেওয়া হলে ভারতের বিরুদ্ধে চিন অত্যন্ত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে বলে চিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে।

দলাই লামা যে অরুণাচল সফরে যাবেন, সে কথা গত বছরই জানিয়েছিল ভারত। চিন সীমান্তের গায়ে অবস্থিত তাওয়াং-এর বৌদ্ধ মঠে যাওয়ার কথা তাঁর। কিন্তু তাওয়াং-সহ অরুণাচলের বিস্তীর্ণ এলাকাকে চিন দক্ষিণ তিব্বত বলে দাবি করে। তিব্বত চিনের দখলে থাকায় অরুণাচলের ওই অংশকেও নিজেদের বলেই বেজিং দাবি করে। এ হেন তাওয়াং-এ এমন এক ধর্মীয় নেতা যাচ্ছেন, যাঁকে কেন্দ্র করে এখনও আবর্তিত হয় তিব্বতের স্বাধীনতা আন্দোলন। হিমাচলপ্রদেশের ধর্মশালায় দলাই লামার নেতৃত্বেই কাজ চালায় ‘নির্বাসিত তিব্বতি সরকার’। দলাই লামার সফরসূচি ঘোষিত হওয়ার পর থেকেই তাই বিষয়টি নিয়ে বার বার চিন নিজেদের আপত্তি জানাচ্ছিল। একাধিক বার বেজিং কঠোর সতর্কবার্তা দিয়েছে নয়াদিল্লিকে, দলাই লামার সফর বাতিল করতে বলেছে। কিন্তু বেজিং-এর হুমকিকে পাত্তাই দেয়নি নয়াদিল্লি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ৪ এপ্রিল উত্তর-পূর্ব ভারতে পা রাখছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। আর তা রুখতে মরিয়া হয়ে ওঠা চিন এ বার আরও কঠোর ভাষায় হুমকি দিতে শুরু করেছে ভারতকে।

Advertisement

তাওয়াং-এর বৌদ্ধ মঠ। এখানেই যাচ্ছেন দলাই লামা। —ফাইল চিত্র।

কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল মা ঝানয়ু জানিয়েছেন, দলাই লামা যদি শেষ পর্যন্ত তাওয়াং সফরে যান, তা হলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করতে চিন বাধ্য হবে। তাতে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ও সহযোগিতা নষ্ট হবে। মা ঝানয়ু বলেছেন, ‘‘দলাই লামাকে তাওয়াং যাওয়ার অনুমতি দিয়ে ভারত বিশ্বাস ভাঙছে।’’ চিনা ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে কলকাতা সফরে এসেছিলেন। সেই উপলক্ষেই কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। কিন্তু সেই সাংবাদিক সম্মেলন ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা বলার পাশাপাশি দলাই লামার তাওয়াং সফর প্রসঙ্গেও অনেক কথা বলেছেন চিনা দূত।

আরও পড়ুন: বন্দে মাতরমে আপত্তি, ওয়াক আউট সাত মুসলিম কাউন্সিলরের

গত সপ্তাহে চিনা বিদেশ মন্ত্রকের প্রতিনিধি বেজিং-এ নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। দলাই লামাকে যেন তাওয়াং-এ যেতে না দেওয়া হয়, এই দাবি জানিয়ে আসেন। দিল্লিতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতও ভারতীয় বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে দেখা করেছেন ইতিমধ্যেই। তিনিও দলাই লামার সফর বাতিল করানোর দাবি জানিয়েছেন। কিন্তু লাভ হয়নি। ভারত যে দলাই লামার উত্তর-পূর্ব সফর অপরিবর্তিত এবং নির্বিঘ্ন রাখতে বদ্ধপরিকর, তা চিন বুঝে গিয়েছে। শেষ মুহূর্তে তাই হুঁশিয়ারির সুর আরও চড়ানো হল বলে কূটনৈতিক মহল মনে করছে। দলাই লামাকে যদি তাওয়াং যেতে দেওয়া হয়, তা হলে চিনের কাছ থেকে ভারত আর কোনও সহায়তা পাবে না, সীমান্ত সমস্যাও মেটার বদলে বেড়ে যাবে— এমন হুঁশিয়ারিই শোনা গিয়েছে কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেলের মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন