National News

দলের মুসলিম নেতাদের নামও কি পাল্টে দেবে বিজেপি? প্রশ্ন যোগী সরকারেরই মন্ত্রীর

পরিবর্তিত নাম হতে পারে ‘অগ্রবন’ অথবা ‘আগরওয়াল’। প্রস্তাব দিয়েছেন আগ্রা উত্তর-এর বিজেপি বিধায়ক জগনপ্রসাদ গর্গ।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ ও নয়াদিল্লি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৮:০৩
Share:

অলঙ্করণ: শৌভিক দেবনাথ

উত্তরপ্রদেশে নাম বদলের তালিকায় রোজ যোগ হচ্ছে নতুন নতুন জায়গা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ, মিম-এর অন্ত নেই। তার সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে বিরোধীদের কটাক্ষ, ব্যঙ্গবান। কিন্তু এ বার নিজেরই মন্ত্রিসভার এক সদস্যের তোপের মুখে পড়লেন তিনি। আদিত্যনাথের অস্বস্তি বাড়িয়ে মন্ত্রী ওম প্রকাশ রাজভরের প্রশ্ন, দলের মুসলিম নেতা-মন্ত্রীদের নামও পাল্টে দেবে বিজেপি?

Advertisement

উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গেই জোটে রয়েছে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)। সেই দলের প্রধান রাজভর। যোগীর মন্ত্রিসভায় তিনি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্বে। মন্ত্রিসভায় থেকেও যোগী রাজ্যের নানা বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবরই সরব রাজভর। এবার যোগীর একের পর নাম বদলের সিদ্ধান্তের বিরোধিতায় মুখ খুললেন তিনি। নাম ধরে ধরে বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি, জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন, উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রেজার মতো নেতারা বিজেপির মুসলিম মুখ। আগে এদের নাম পাল্টাক বিজেপি।’’

ইলাহাবাদ হচ্ছে প্রয়াগরাজ। ফৈজাবাদ পাল্টে যাচ্ছে ‘শ্রী অযোধ্যা’য়। উত্তরপ্রদেশ ছাড়িয়ে এই পরিবর্তনের ‘ট্রেন্ড’ অন্য রাজ্যেও। গুজরাতের আমদাবাদ হতে পারে ‘কর্ণাবতী’, হায়দরাবাদের নাম পাল্টে যাওয়ার সম্ভাবনা ‘ভাগ্যনগর’-এ। এবার শিরোনামে আগরা। পরিবর্তিত নাম হতে পারে ‘অগ্রবন’ অথবা ‘আগরওয়াল’। প্রস্তাব দিয়েছেন আগ্রা উত্তর-এর বিজেপি বিধায়ক জগনপ্রসাদ গর্গ। টানা চার বারের বিধায়কের যুক্তি,‘আগ্রা’ নামের নাকি কোনও অর্থই নেই। গর্গের দাবি, ‘‘যে কোনও জায়গা খুঁজে দেখুন, আগ্রা নামের কোনও মানে পাবেন না। ওই এলাকায় এক সময় প্রচুর বন-জঙ্গল ছিল। এবং ওই এলাকায় আগরওয়াল সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করতেন। তাই নাম ‘বন’ এর সূত্রে নাম হতে পারে ‘অগ্রবন’, আগরওয়াল সম্প্রদায়ের সূত্রে পরে ‘আগরওয়াল’।’’

Advertisement

ওম প্রকাশ রাজভর। ছবি: তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া

সারধানার বিজেপি সাংসদ সঙ্গীত সোম আবার মুজফ্ফরনগরের নাম পাল্টে করতে চান ‘লক্ষ্মীনগর’। গর্গের মতো ‘ঐতিহাসিক’ প্রেক্ষাপট না থাকলেও তাঁর যুক্তি, ‘‘এটা জনসাধারণেরই দাবি।’’ তিনি বলেন, ‘‘বিজেপি দেশের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। হিন্দুত্ব শেষ করতে মুসলিম শাসকরা ইচ্ছাকৃত ভাবে নামগুলি পরিবর্তন করেছিলেন। এখন নাম পাল্টে সেই ইতিহাসই পুনঃপ্রতিষ্ঠা করছে বিজেপি।’’

আরও পডু়ন: কমোডে বসতেই খুবলে ধরল যৌনাঙ্গ! কী ছিল ভিতরে?

জগন প্রসাদ গর্গ। ছবি: তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

আরও পড়ুন: রেললাইনে নেমে এয়ার পাইপ ঠিক করছিলেন গার্ড, চলতে শুরু করল ট্রেন, তার পর...

কিন্তু নামকরণ রাজনীতির হাওয়ায় ঢাকা পড়ে যাচ্ছে না তো অনুন্নয়ন, দারিদ্র, বেকারত্ব? কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল সেই প্রশ্ন তুলে বরাবরই সরব। লোকতান্ত্রিক জনতা দল সুপ্রিমো শরদ যাদব যেমন আরও নির্দিষ্ট করে বলেছেন, ‘‘চার বছর আগে দেওয়া কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কোথায় গেল। ‘সবকা সাথ সবকা বিকাশ’ সুদুর পরাহত স্বপ্ন। সাধারণ মানুষ এই সব প্রশ্ন তুলতে শুরু করেছেন। সেই সব ব্যর্থতাকেই নাম বদলের মোড়কে ঢেকে দিতে চাইছে বিজেপি।’’কিন্তু এ বার যোগীর অস্ত্রেই কার্যত তাঁকে ঘায়েল করলেন মন্ত্রী রাজভর।

ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন