National News

চলন্ত ট্রেনে মহিলার যৌন হেনস্থা, গ্রেফতার সেনাকর্মী

পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে রাজস্থানের কোটা থেকে ট্রেনে একাই উঠেছিলেন ওই মহিলা। গন্তব্যস্থল ছিল দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ১০:২২
Share:

প্রতীকী ছবি।

চলন্ত ট্রেনে এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক সেনাকর্মীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দিন রাতে রাজস্থানের কোটা থেকে ট্রেনে একাই উঠেছিলেন ওই মহিলা। গন্তব্যস্থল ছিল দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশন। অভিযোগ, ট্রেনটি কোটা স্টেশন ছাড়ার পরই তিনি দেখেন এক সেনাকর্মী তাঁর বন্ধুদের সঙ্গে ট্রেনের ভিতরেই মদ্যপান করছেন। খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি নিজের সংরক্ষিত আসনে গিয়েই বসেন।

অভিযোগ, কিছু ক্ষণ পরেই ওই সেনাকর্মী উঠে এসে মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মহিলা পুলিশকে জানান, ভয়ে, আতঙ্কে তিনি সেখান থেকে দৌড়ে ট্রেনের শৌচালয়ে ঢুকে দরজা আটকে দেন। তাঁর দাবি, শৌচালয়ের ভিতরেই সারা রাত ছিলেন। রবিবার সকালে ট্রেন দিল্লিতে পৌঁছলে ওই সেনা অফিসারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই সেনাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: রেলকে বুদ্ধি দিলে খসবে হাজার টাকা!

আরও পড়ুন: ভিন্‌ধর্মী মহিলা বন্ধু! মার যুবককে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement